এইদিন ওয়েবডেস্ক,ব্যাঙ্গালোর,১০ মে : আজ বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া । সকাল ৯ টা পর্যন্ত ভোট গ্রহণের হার ছিল ৮.২৬ শতাংশ । ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত । রাজ্যের পাঁচ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । মোট ভোটারের মধ্যে পাঁচ লাখ ৭১ হাজার ২৮১ জন প্রতিবন্ধী । ৮০ বছরের উর্ধে ভোটার রয়েছে ১২ লাখ ১৫ হাজার ৯২০ জন । মোট ৫৮,৫৪৫ টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে । রাজ্যের মোট ২,৬১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ । প্রার্থীদের মধ্যে পুরুষ ২,৪৩০ জন,মহিলা ১৮৪ জন এবং একজন তৃতীয় লিঙ্গের । ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেল (VVPAT) মেশিন ব্যবহার করা হচ্ছে ৭৬,২০২ জন ভোটারের জন্য ।
রাজ্যে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হয়েছে। জাল ভোট ঠেকাতে এবং ভোটে দীর্ঘ লাইন এড়াতে বিশেষ প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি ভোটকেন্দ্রে মুখ শনাক্তকরণের জন্য কমিশন বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে। কোনো নির্বাচনে এই ধরনের প্রযুক্তি এই প্রথমবারের মতো ব্যবহার করা হবে । রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনতা দল সেকুলারের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে কর্ণাটকে ।।