এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১০ মে : আজ বুধবার কর্ণাটক বিধানসভার ২২৪ টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে । সকাল ৭ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৬৫.৬৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । রামনগরে সবচেয়ে বেশি ভোট পড়েছে । এখনে ভোট দানের হার ৭৮.২২ শতাংশ । বেঙ্গালুরু দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সর্বনিম্ন ৪৮.৬৩ শতাংশ ভোট পড়েছে ।
এদিকে সময় যত গড়াচ্ছে ততই ভোট কেন্দ্রে ভিড় জমতে শুরু করেছে । রাজ্যের বেশিরভাগ ভোটকেন্দ্রে সন্ধ্যার দিকে বিপুল সংখ্যক ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ।
নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী সকাল ৭ টা থেকে ভোটের প্রথম ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৩৭.২৫ শতাংশ । দুপুর ১ টার দিকে উপকূলীয় জেলা উদুপিতে সবচেয়ে বেশি ভোট পড়েছে । এখানে ভোট দানের হার ৪৭.৭৯ শতাংশ ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বসভরাজ বোমাই, রাজ্য মন্ত্রী কে সুধাকর এবং রাজ্য কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার সহ বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা সকালের দিকেই নিজের নিজের বুথে গিয়ে ভোট দিয়ে আসেন । বলা হচ্ছে,এবারে কর্ণাটকে বিজেপি,কংগ্রেস ও জনতা দল সেকুলারের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে । তবে মূল লড়াই হচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ।।