এইদিন ওয়েবডেস্ক,কালাবুরাগি(কর্ণাটক),১১ সেপ্টেম্বর : মনমতো মেরামত না করতে পারায় বৈদ্যুতিক বাইক শোরুমে আগুন লাগালো এক যুবক । কর্ণাটকের কালাবুরাগি জেলার হুমানাবাদ রোডে একটি বৈদ্যুতিক বাইকের শোরুমে মঙ্গলবার মোহাম্মদ নাদিম নামে ওই ওই যুবক সঙ্গে আনা পেট্রোল ঢেকে বৈদ্যুতিক বাইকের শোরুমে আগুন ধরিয়ে দেয় । শোরুমে থাকা ছয়টি বাইকে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে । পাশাপাশি পুরো আউটলেটে আগুন ছড়িয়ে পড়ে।
শুরুতে সবাই ভেবেছিল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে এটি একটি মোহাম্মদ নাদিমের অপকর্ম। একজন সিনিয়র পুলিশ অফিসারের মতে, মোহাম্মদ নাদিম আগস্ট মাসে একটি শোরুম থেকে একটি ইলেকট্রিক স্কুটার কিনেছিল । বাইক নিয়ে সমস্যা দেখা দিলে সে কয়েকবার শোরুমের কর্মীদের সাথে যোগাযোগ করে । কিন্তু সেখানকার কর্মীরা তার সমস্যার যথাযথ সাড়া দেয়নি এবং তার অনুরোধ উপেক্ষা করে বলে অভিযোগ । এতে পারস্পরিক তর্ক-বিতর্ক হয়। কর্মীদের সঙ্গে তর্ক করার পর তার বাইক ঠিকমতো মেরামত করা হয়নি, তারপর সে একটা জারে করে পেট্রোল এনে শোরুমের ভেতরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় । ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হয়েছে। এ ঘটনায় কালবুরাগী চক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।
জানা গেছে,এই ঘটনায় ৬টি নতুন বৈদ্যুতিক বাইক পুড়ে গেছে। লাখ লাখ টাকার মালাপত্র পুড়ে গেছে।অভিযুক্ত, দিন ২০ আগে ওলা কোম্পানি থেকে একটি স্কুটার কিনেছিল, তার বাইক বারবার যান্ত্রিক সমস্যা হচ্ছিল । মেরামতের জন্য বারবার শোরুমে আসতে হচ্ছিল বলে ক্ষিপ্ত হয়ে সে গতকাল শোরুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ।।