• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন কাঁকসার আদিবাসী তরুণী

Eidin by Eidin
September 29, 2023
in রকমারি খবর
এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন কাঁকসার আদিবাসী তরুণী
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,পশ্চিম বর্ধমান,২৯ সেপ্টেম্বর : পরিস্থিতির কাছে বশ্যতা স্বীকার না করে তার সঙ্গে লড়াই করে জেতার মানসিকতা যাদের আছে তারা জীবনযুদ্ধে সহজে হেরে যায়না। ফাইট, ফাইট এণ্ড ফাইট মন্ত্রে যারা দীক্ষিত ডিপ্রেসন তাদের গ্রাস করতে পারেনা। তাদের জীবনের মূলমন্ত্র হলো Struggle for existence – অস্তিত্বের জন্য সংগ্রাম। পরবর্তীকালে এরাই অন্যের কাছে লড়াইয়ের দৃষ্টান্ত হয়ে ওঠে। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে এইধরণের অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায়। পশ্চিম বর্ধমানের আদিবাসী অধ্যুষিত কাঁকসা ব্লকের মলানদিঘীর মোলডাঙ্গা আদিবাসী পাড়া। সত্তরের বেশি পরিবার এখানে বাস করে। এদের অধিকাংশ ক্ষেত মজুর। পুরোপুরি অভাবের সংসার। বহুকষ্টে এরা সংসার প্রতিপালন করে।ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো এদের কাছে অনেকটা বিলাসিতা। অনেকেই কষ্ট হলেও তাদের লেখাপড়া শেখানোর চেষ্টা করে।
এই পাড়াতেই বাস করে হিমানী মুর্মু। মা-বাবা ও চার ভাই-বোন মিলে ছয় জনের সংসার। আর্থিক অনটন লেগেই আছে। তার মাঝেও মা-বাবার স্বপ্ন ছেলেমেয়েদের লেখাপড়া শেখানোর। ওরা বড় হবে, চাকরি করবে, সংসারের অভাব দূর করবে। স্বপ্ন পূরণের জন্য হাড়ভাঙা পরিশ্রম করতে শুরু করে। বাকি তিন সন্তান বিদ্যালয়ের গণ্ডি টপকে যাওয়ার পর সংসারের অভাবের জন্য কলেজে ভর্তি না হলেও বাড়ির বড় মেয়ে হিমানী থামতে চায়নি। তার লক্ষ্য অনেক দূর পর্যন্ত প্রসারিত- ‘বড় হতে চাই মাগো বড় হতে চাই, ভদ্রলোকের ছেলের মত লেখাপড়া শিখতে চাই’ । এইভাবেই মা-বাবার স্বপ্ন সে পূরণ করবে।
মলানদিঘী দুর্গাদাস বিদ্যামন্দির থেকে হিমানী ২০১০ সালে মাধ্যমিক ও ২০১২ তে উচ্চ মাধ্যমিকের বাধা অতিক্রম করে এবং পরবর্তী সময়ে বাংলায় স্নাতক (সাম্মানিক) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। ওর লক্ষ্য শিক্ষকতা করা। স্বপ্ন পূরণের জন্য বিএড ডিগ্রিও সে অর্জন করে। এরপরই শুরু হয় স্বপ্ন ভঙ্গের পালা। শিক্ষক হতে গেলে পরীক্ষা দিতে হবে। বিভিন্ন কারণে এইরাজ্যে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত এসএসসি পরীক্ষা আপাতত বন্ধ। ফলে সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও ওর মত শিক্ষকতা করার স্বপ্ন দেখা লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়ে পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে কারও নজর নাই।
লক্ষ্য শিক্ষকতা করা, নিজের এলাকায় পেছিয়ে পড়া আদিবাসী ছেলেমেয়েদের কাছে নিজেকে আলোকবর্তিকা রূপে তুলে ধরা যারা তাকে দেখে শত কষ্টের মধ্যেও ভাল করে পড়াশোনা করবে। তাই যোগ্যতা থাকা সত্ত্বেও হিমানী অন্য চাকরির জন্য চেষ্টা করেনি। তার আশা একদিন অন্ধকার দূর হবে, মানুষের বিবেক জাগ্রত হবে, তার মত ছেলেমেয়েরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।
এখানেই অনেকের মত ভেঙে পড়তে পারত সে। শিক্ষকতার স্বপ্ন পূরণ করার জন্য বিকল্প পথ বেছে নেয়। গ্রামের গরীব ঘরের ছেলেমেয়ে আর্থিক অবস্থা খারাপের জন্য যাদের গৃহশিক্ষক নাই তাদের পাশে দাঁড়ানোর জন্য সে পাঠশালা খুলে বসে। অবৈতনিক এই পাঠশালা। তার এই উদ্যোগে গ্রামবাসীরা খুব খুশি। এইভাবেই আদিবাসী পরিবারের এক শিক্ষিতা তরুণী দিনের পর দিন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
শুধু তাদের শিক্ষা দিয়েই সে থেমে থাকেনি, তাদের ছোটখাটো সমস্যার দিকেও খেয়াল রাখার চেষ্টা করে। কেন একজন পড়তে আসেনি এটা সে যেমন জানার চেষ্টা করে তেমনি কেউ অসুস্থ হয়ে পড়লে তার খোঁজ নেয়। আদিবাসী কন্যা হিসাবে সে জানে মূলত আর্থিক কারণে অনেক সময় এইসব বাচ্চারা বাড়িতে থাকতে বাধ্য হয়। তাদের অভিভাবকরা কাজ করতে গেছে। নাহলে তাদের দু’বেলা পেটে ভাত জুটবে না। দিদিমণি ‘দিদি’র আন্তরিকতায় বাচ্চারা যেমন খুশি, তেমনি খুশি অভিভাবকরা। এমনকি হিমানীর বিদ্যালয় জীবনের বন্ধুরা তাদের বান্ধবীর জন্য গর্বিত ।
মলানদিঘীর বাসিন্দা তথা স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক কৃশানু ব্যানার্জ্জী বললেন, হিমানী আমার বিদ্যালয় জীবনের বান্ধবী। সত্যিই ও খুব ভাল মেয়ে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে লড়াই করছে সত্যিই সেটা অনুকরণীয়। ওর জন্য আমাদের গর্ব হয়। আশাকরি ওর স্বপ্ন শীঘ্রই পূরণ হবে। এরফলে ওর পরিবারের সঙ্গে সঙ্গে এইসব গরীব ঘরের ছেলেমেয়েরা লাভবান হবে।
শিক্ষকতার বাইরে অন্য চাকরির জন্য সে পরীক্ষা দিয়েছিল। হয়তো চোখে অন্য স্বপ্ন থাকায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি! সুতরাং ফলটা প্রত্যাশিত ছিল। চাকরি থেকে গেছে অধরা। লড়াই যার হৃদয়ে সে তো থামতে শেখেনি। মনের জোর ও অদম্য ইচ্ছেকে পাথেয় করে ‘কোনি’ হতে চায়।
এদিকে নিজের গ্রামের মলানদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের অভাব। দেখে এগিয়ে আসে হিমানী। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করে। তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নামমাত্র পারিশ্রমিকে সে বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে যোগ দেয়। ‘আপাতত’ নাইবা হওয়া হলো সরকার স্বীকৃত শিক্ষিকা, স্বপ্ন তো আংশিক পূরণ হলো। এতেই সে খুশি।তাই বলে সে তার অবৈতনিক পাঠশালার কথা ভোলোনি। আজও বিদ্যালয় থেকে ফিরে নিয়মিত সে তাদের পাঠদান করে চলেছে।
ইমানীর বক্তব্য,’আমি এই সমাজেরই অংশ। সমাজের প্রতি বিশেষ করে আদিবাসী কন্যা হিসাবে শিক্ষায় পেছিয়ে পড়া আদিবাসী সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি সেটাই পালন করে চলেছি। সে আরও বলল – বর্তমান রাষ্ট্রপতি ও আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার প্রেরণা।’
কাঁকসা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আছে ‘সদাই ফকির’ এর পাঠশালা। এলাকাবাসীর বিশ্বাস একদিন ‘হিমানীর পাঠশালা’-র নামও চারদিকে ছড়িয়ে পড়বে। ‘তাদের লোক’ হয়ে থাকতে চাওয়া আদিবাসী কন্যা নাম-যশ চায়না, তার একান্ত ইচ্ছা আদিবাসী ছেলেমেয়েগুলো মানুষ হোক, মা-বাবার স্বপ্ন পূরণের জন্য নিজেদের যোগ্যতায় তারমত শিক্ষিতদের একটা সরকারি বিদ্যালয়ে চাকরি হোক।
ঘৃণ্য রাজনীতির কারবারিরা এই শিক্ষিতা আদিবাসী কন্যার আকুতি শুনতে পাচ্ছেন?

Previous Post

বসিরহাটে নির্মমভাবে খুন কিশোরী, মৃতা হিন্দু এবং ঘটনার মূল আসামি বুরহানুর মুক্কাদিম লিটন-দাবি করলেন বিজেপি নেতা

Next Post

টিটিপি যোদ্ধাদের সাথে সংঘর্ষে ৪ পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু

Next Post
টিটিপি যোদ্ধাদের সাথে সংঘর্ষে ৪ পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু

টিটিপি যোদ্ধাদের সাথে সংঘর্ষে ৪ পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের দিকে নজর দিলেই ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে  পাকিস্তানের জঙ্গি নেতা কামরান সাঈদ উসমানি 
  • “ওখানে ইউনূস যে কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই একই কাজ করাচ্ছে মমতা ব্যানার্জি” : কলকাতা পুলিশের নির্মম লাঠিচার্জের প্রতিক্রিয়ায় বললেন শুভেন্দু অধিকারী 
  • কাটোয়ায় ৪ বাড়িতে রাতভর লুটপাট চালালো দুষ্কৃতীদল, আজ ভোরে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল নদীয়ার সামারুল শেখ নামে এক দুষ্কৃতী 
  • ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনা 
  • দীপু দাশের পর চট্টগ্রামে একটা হিন্দু পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.