এইদিন বিনোদন ডেস্ক,১৯ নভেম্বর : অবশেষে সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে জরুরি অবস্থার ওপর নির্মিত এবং কঙ্গনা রানাউতের অভিনীত হিন্দি ছবি ‘ইমার্জেন্সি’। এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর ১৭ জানুয়ারী । হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তারিখ ঘোষণা করেছেন। তিনি লিখেছেন,’১৭ই জানুয়ারী ২০২৫ – দেশের সবচেয়ে শক্তিশালী মহিলার মহাকাব্য কাহিনী এবং সেই মুহূর্ত যা ভারতের ভাগ্য পরিবর্তন করেছে। ইমার্জেন্সি – ১৭.০১.২০২৫ -এ শুধুমাত্র সিনেমা হলে উন্মোচন করা হবে!’
কঙ্গনা রানাউতের এই ছবিটি প্রাথমিকভাবে চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কঙ্গনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এরপর সেপ্টেম্বরে এই ছবি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কিছু শিখ সংগঠনও এই নিয়ে প্রশ্ন তুলেছিল, তারপরে সেন্সর বোর্ড ছবিটি বন্ধ করে দেয়। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছে।
কঙ্গনা রানাউতের এই ছবিটি প্রযোজনা করেছে মণিকর্ণিকা ফিল্মস, এটি তার নিজস্ব প্রোডাকশন হাউস। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত নিজেই । ছবিতে অনুপম খেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ।।