দিব্যেন্দু রায়,কেতুগ্রাম ও কাটোয়া (পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাঁদরা রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয়ে শুরু হল কলেজ পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচি ৷ এই কলেজে প্রায় আড়াই হাজার পড়ুয়া রয়েছেন । তার মধ্যে এদিন প্রায় ৫০০ পড়ুয়াকে টিকাদেওয়া হয়েছে বলে জানা গেছে । কলেজের অধ্যক্ষ মৃনালকান্তি চট্টোপাধ্যায় বলেন, ‘সরকারি নির্দেশ মেনেকয়েকটি পর্যায়ে সমস্ত পড়ুয়াদের টিকাকরনের কাজ সম্পূর্ণ করা হবে । ব্লক প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি চালানো হচ্ছে ।’
বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে ৷ পূজোর পর যদি এই ধারা বজায় থাকে তাহলে কলেজ খোলার সম্ভাবনা রয়েছে । তাই কলেজ খোলার আগে পড়ুয়াদের টিকাকরনের কাজ সম্পূর্ণ করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ । এদিন থেকে কেতুগ্রামের কলেজে টিকাকরন শিবির শুরু করা হয়েছে ।
পাশাপাশি এনিয়ে এদিন কাটোয়া কলেজে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পড়ুয়াদের কাছে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকলে তবেই কলেজে ঢুকতে দেওয়া হবে । জানা গেছে,বুধবার থেকে কাটোয়া কলেজে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে । প্রথম দিন ৪০০ জন পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাটোয়া কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার ।।