মাননীয় বিদ্যাসাগর মহাশয়
হে বঙ্গরত্ন মহোদয়!!
আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি–
দুঃখিত, আপনি হেরে গেছেন
আজকের নিরিখে–
আপনার সমস্ত আন্দোলন ব্যর্থ,
সমাজ সংস্কার সম্পূর্ণটাই বৃথা বোধহয় !!
ধৃষ্টতা মার্জনা করবেন,শুধু এইটুকুই জানতে চাই;
বাংলা গদ্যের জনক শিক্ষাবিদ আপনি–
বর্ণপরিচয় হয়েছে কিন্তু হয়েছে কি আদৌ বোধোদয় ?
সত্যিই সবকিছু ভীষণ ভীষণ ভাবায়।
এত ত্যাগ স্বীকার !! বৃথাই এত লড়াই–
তবে কি বন্দি সব ঐ ইতিহাসে !! বইয়ের পাতায় ??
কোথাও আফসোস! কোথাও ঐতিহাসিক প্রতিবেদন!
উপচেপড়া শ্রদ্ধার্ঘ্যে-র জনজোয়ারের রচনাশৈলীতে–
কেবল দুশো বছর পিছনের ইতিহাস,
তাতেই নাকি নবজাগরণের সাকার!!
কিন্তু কোথাও দেখিনা নতুন আশার আলো–
পথ দেখিয়ে এগিয়ে নেওয়ার নেই কোনো নব অঙ্গীকার।
দয়ারসাগর, ঐকান্তিক ভক্তি- বজ্রকঠিন চরিত্রবল,
লজ্জিত নতমস্তকে দিতে হয় !! কি আপনার পরিচয়??–
ভেসে গেছে দামোদরের ভাঁটায় মনুষ্যত্ববোধ সব বোধহয়।
আজকের সমাজচিত্র দেখে লজ্জিত,
পাই ভয়–
স্বার্থপরতার মুকুট জ্বলজ্বল করছে দুর্নীতি-পরায়ণতায়।
কোথায় সংকল্প? কোথায় সমাজ কল্যাণে দায়িত্ব-কর্তব্য?
আমি জানি আমারও দায় বর্তায়,
এহেন দশায়–
ক্ষমাপ্রার্থী মাননীয় বিদ্যাসাগর মহাশয় অপারগতায়
দুঃখ প্রকাশ করি বিনম্র অক্ষমতায় হে মান্যবর মহোদয়।।