এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৫ নভেম্বর : এক মুসলিম যুবক দ্বারা বাড়িতে ঢুকে ভিন সম্প্রদায়ের এক বধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে । বধূ নিজের সম্ভ্রম রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে মোকাবিলা করলে তার শরীরের একাধিক জায়গায় কামড়ে, আঁচড়ে ক্ষতবিক্ষত করে দেয় ওই নরপশু । পাশাপাশি সে একটা কাটারি তুলে বধূর উপর আক্রমণ করতে যায় । কিন্তু আক্রান্ত বধূ কোনো রকমে ছুটে বাইরে পালিয়ে এসে নিজের প্রাণ বাঁচান । বধূর চিৎকারে লোকজন জড়ো হয়ে গেলে অভিযুক্ত রফিকুল শেখ (২৭) ওরফে জনাই মাঠে মাঠে ছুটে পালিয়ে যায় । যদিও পরে পুলিশ তাকে পাকড়াও করে ।
জানা গেছে,বছর চল্লিশের ওই বধূর স্বামী লটারির টিকিট বিক্রেতা । ব্যবসার প্রয়োজনে অধিকাংশ সময় তাকে বাড়ির বাইরে থাকতে হয় । তাদের এক ছেলে । সেও বাইরে কাজ করে । অন্যদিকে মঙ্গলকোট থানার কুরুম্বা গ্রামের বাসিন্দা আজিদ শেখের ছেলে অভিযুক্ত রফিকুল শেখ পেশায় রাজমিস্ত্রি । বধূদের বাড়ির পাশে একটি নির্মিয়মান বাড়িতে কাজ করছিল কানাই শেখ ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ । বধূ উনানে ভাতের হাঁড়ি চাপিয়ে শব্জি কাটছিলেন । এদিকে রফিকুল শেখ যে তার উপর গোপনে নজর রাখছে সেটা তিনি কল্পনাও করতে পারেননি । এদিকে রফিকুল শেখ চুপিচুপি বাড়িতে ঢুকে পড়ে বধূর মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে । তার হাত থেকে বাঁচতে বধূ সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন । ধস্তাধস্তিতে বধূ কার্যত বিবস্ত্র হয়ে যায় । সেই সময় কামোন্মত্ত রফিকুল শেখ তার গোটা শরীর কামড়ে আঁচড়ে ক্ষতবিক্ষত করে দেয় । এরপর কোনো রকমে বধু নিজেকে তার খপ্পর থেকে ছাড়িয়ে চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন । সেই সময় বধূদের বাড়ির দাওয়ায় থাকা একটা কাটারি হাতে নিয়ে তাকে তাড়া করে রফিকুল । ইতিমধ্যে কিছু লোকজন জড়ো হয়ে গেলে সে কাটারি ফেলে মাঠে মাঠে ছুটে পালিয়ে যায় ।
জানা গেছে,ক্ষতবিক্ষত বধূকে সিঙ্গত হাসপাতালে চিকিৎসা করানো হয় । এরপর সন্ধ্যা নাগাদ পরিবারের লোকজনদের সাথে কৈচর পুলিশ ফাঁড়িতে এসে তিনি অভিযোগ দায়ের করেন । অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত রফিকুল শেখকে গ্রেফতার করে পুলিশ ।
উল্লেখ্য,মঙ্গলকোটের ক্ষীরগ্রামে রয়েছে যোগদ্যা সতীপীঠ । হিন্দু বহুল গ্রাম । আর সেই গ্রামের মধ্যে দিনে দুপুরে বাড়িতে ঢুকে এক বধূকে লালশার শিকার বানানোর চেষ্টার ঘটনার পর অভিযুক্ত রফিকুল শেখের দুঃসাহস দেখে স্তম্ভিত গ্রামবাসীরা ।।