এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ ডিসেম্বর : ময়মনসিংহের ভালুকায় ২৭ বছরের হিন্দু যুবক দিপু চন্দ্র দাশকে পিটিয়ে আধমরা করে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় । বরঞ্চ এটা বাংলাদেশের ইসলামপন্থীদের পরিকল্পিত ষড়যন্ত্রের অঙ্গ । আসলে কুখ্যাত ইসলামি চরমপন্থী গোষ্ঠী জামাত ইসলামি ও তার শাখা গোষ্ঠীগুলি বাংলাদেশকে শতভাগ মুসলিম রাষ্ট্র গড়ে খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে । শেখ হাসিনার নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে অনৈতিকভাবে সরিয়ে মহম্মদ ইউনূস যবে থেকে ক্ষমতা কুক্ষিগত করেছে, তখন থেকেই সেই লক্ষ্যে এগুচ্ছে সেদেশের ইসলামি জিহাদি গোষ্ঠীগুলি । বর্তমানে বাংলাদেশের হিন্দুদের উপর ঠিক কি পরিমান নিপিড়ন চলছে, তার একটা খন্ডচিত্র তুলে ধরেছেন স্বধর্ম বাঁচাতে অবৈধভাবে ভারতে পালিয়ে আসা নাটোর জেলার সিংড়া থানা এলাকার বাসিন্দা কানাই চন্দ্র সরকার নামে ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধ । দিন দুয়েক আগে তিনি দালালের মাধ্যমে উন্মুক্ত সীমান্ত দিয়ে পুরাতন মালদায় পালিয়ে এসেছেন । আশ্রয় নিয়েছেন এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে ।
কানাই চন্দ্র সরকার জানিয়েছেন,শেখ হাসিনার সময়ে মোটামুটি ঠিকঠাকই চলছিল। পুলিশের ভয়ে কট্টরপন্থী মুসলিমরা বিশেষ কিছু করতে পারত না । কিন্তু যবে থেকে মহম্মদ ইউনূস এসেছে কট্টরপন্থী মুসলিমরা বেপরোয়া হয়ে উঠেছে । পরিবারের মহিলাদের বাড়ি থেকে বেরুনো কার্যত বন্ধ হয়ে গিয়েছিল । তিনি বলেন,স্থানীয় মুসলিমরা আমাদের হুমকি দিয়েছিল যে যদি আমরা ধর্মান্তরিত হয়ে মুসলিম না হই তাহলে পরিবারের সবাইকে খুন করে দেবে । সবকিছু লুটপাট করবে । এজন্য আমাদের ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল তারা । তাই ধর্ম বাঁচাতে ভিটেমাটি, জমিজমা ছেড়ে এক কাপড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছি ।’
জানা গেছে,কানাই চন্দ্র সরকারের পরিবারে রয়েছেন বৃদ্ধা স্ত্রী,পুত্র-পুত্রবধূ,মেয়ে-জামাই,নাতি-নাতনি। পরিবারের প্রধান পেশা ছিল কৃষিকাজ । পাশাপাশি জমিজায়গা কেনাবেচার ব্যবসাও করতেন তারা । তাদের প্রতিবেশী হিন্দুরা অনেক দিন আগে থেকেই একে একে ভারতে পালিয়ে এসেছেন । কিন্তু তারা পৈতৃক ভিটের মায়া ত্যাগ করতে না পারে সেখানেই থেকে যান । কিন্তু দিন দুয়েক আগে স্থানীয় দালালকে ২০০০ টাকা দিয়ে পুরাতন মালদায় উন্মুক্ত সীমান্ত দিয়ে গোটা পরিবার নিয়ে ভারতে পালিয়ে আসেন ওই হিন্দু বৃদ্ধ । তারপর তারা উদভ্রান্তের মত ঘোরাঘুরি করছিলেন । শেষ পর্যন্ত পুরাতন মালদা পুরসভা এলাকার বাসিন্দা দূর সম্পর্কের এক আত্মীয় তাদের আশ্রয় দেয় ।
পুরাতন মালদা পুরসভার যে এলাকায় ওই বাংলাদেশি পরিবারটি আশ্রয় নিয়েছে সেখানকার বাসিন্দা জীবন পাল, অরূপ পালরা বলেন, পরিবারটা এখন অসহায় অবস্থায় আছে । ওদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য । পুলিশ যদি ওদের গ্রেপ্তার করতে আসে তাহলে আমরা রুখে দাঁড়াবো ।’ তাদের দাবি, সিএএ এর আওতায় পরিবারটিকে নাগরিকত্ব দিক কেন্দ্র সরকার । বৃদ্ধ কানাই চন্দ্র সরকার বলেন,’আমাদের যদি ফের ফেরত পাঠিয়ে দেয় তাহলে সেখানকার জিহাদিদের হাতে খুন হয়ে যাবো ।’।

