প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ ডিসেম্বর : বিশেষ কাজে কলকাতা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে জখম হলেন পূর্ব বর্ধমানের কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। বৃহস্পতিবার বেলায় দুর্ঘটনাটি ঘটেছে হুগলীর বলাগড় থানা এলাকার করলা মোড়ে । দলীয় নেতৃত্বের কথায় জানা গিয়েছে,বিধায়কের চার চাকা গাড়ির আগে আগে একটি ডাম্পার যাচ্ছিল। ওই ডাম্পারটি হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ায় বিধায়কের গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে ডাম্পারটির পিছনে সজোরে ধাক্কা মেরে বসে। বিধায়কের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় । এই দুর্ঘটনাতেই জখম হন বিধায়ক । সেখানকার পুলিশ ডাম্পারটি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
কালনা ২ ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায় জানিয়েছেন,এমএলএ স্টিকার লাগালো গাড়িতে চড়েই দেবপ্রসাদ বাবু এদিন কলকাতা যাচ্ছিলেন । হুগলীর বলাগড়ের করলা মোড়ে তাঁর গাড়ির সামনে থাকা চলন্ত ডাম্পারটি হঠাৎ দাড়িয়ে পড়াতেই ঘটে দুর্ঘটনা । মাথায় চোট লাগায় কালনার একটি বেসরকারী ল্যাবে বিধায়কের মাথার সিটি স্ক্যান কারা হয়েছে । অন্য কোন সমস্যা নেই তবে মাথায় যন্ত্রণা করছে বলে বিধায়ক জানিয়েছেন । বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঘটনার আকশ্মিকতা কাটিয়ে উঠার জন্য তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । প্রণববাবু এও বলেন,’বিধায়কের গাড়ির আগে আগে যাওয়া ডাম্পারটি হঠাৎ কেন রাস্তায় দাঁড়িয়ে পড়লো সেটাই রহস্যের । প্রণববাবু ঘটনার তদন্তের দাবি করেছেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছেন দেবপ্রসাদ বাগ । ঈশ্বর তাঁকে দ্রুত সুস্থ করে তুলুন এই কামনা করি ।বিধায়কের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে ।’।