প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ মে : এবছরের মাধ্যমিকে যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে ময়ূখ বসু। পূর্ব বর্ধমানের কালনার কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয় মেধাবী এই প্রাপ্ত নাম্বার ৬৮৭ (৯৮,১৪ শতাংশ)।মূখদের বাড়ি কালনার মাতিশ্বরের । শুক্রবার সকালে ফল প্রকাশের পর থেকেই খুশিতে ভাসছে ময়ূখের বাবা ও মা সহ পরিবার সদস্যরা ।
ময়ূখের বাবা সুদয় বসু প্রাক্তন বিএসএফ কনস্টেবল। মা মৌসুমী দত্ত বসু কাকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা। ময়ূখ শুক্রবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, সে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতো। পাশাপাশি নাচ-গানের জন্যেও তাঁকে সময় ম্যানেজ করতে হতো। ময়ূখ আরো জানায়, ভাল ফল করার ব্যাপারে সে আশাবাদী ছিল । ভাল ফল করতে পারার জন্য স্কুল শিক্ষক এবং তাঁর বাবা ও মায়ের অবদান সবথেকে বেশী বলে ময়ূখ তবে ময়ূখ জানিয়েছে ,গতানুগতিক পড়াশোনার ইচ্ছা তাঁর নেই । সৃজনশীলতা এবং পড়াশোনার মিশ্রণে কিছু একটি করার ইচ্ছা তাঁর রয়েছে। আগামী দিনে সেভাবেই সে এগোতে চায় বলে জানিয়েছে।
গান কবিতা নাটক এমনকি কি প্যাড বাজাতেও দক্ষ ময়ূখ। তাঁর পছন্দের সাবজেক্ট অংক ও বায়োলজি । উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে নিয়ে পড়াশানা করবে বলে ময়ূখ বসু জানিয়েছে।।