• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্কুল বন্ধের প্রতিবাদে ব্রিটিশদের গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন ১২ বছরের ভীল কিশোরী কালীবাই, বাঁচিয়েছিলেন শিক্ষকের প্রাণ

Eidin by Eidin
December 2, 2024
in রকমারি খবর
স্কুল বন্ধের প্রতিবাদে ব্রিটিশদের গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন ১২ বছরের ভীল কিশোরী কালীবাই, বাঁচিয়েছিলেন শিক্ষকের প্রাণ
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দেশের স্বাধীনতা আন্দোলনের সময় রাজস্থানের শত শত বিপ্লবী জীবন উৎসর্গ করেছিলেন। এই স্বাধীনতা প্রেমীদের মধ্যে শিশু থেকে বয়স্ক সকলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের নাম ইতিহাসে অবিস্মরণীয়ভাবে লিপিবদ্ধ রয়েছে। এই স্বাধীনতা প্রেমীদের মধ্যে, দুঙ্গারপুর জেলার ১২ বছর বয়সী মেয়ে কালীবাই ভেলের নামও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। আজও, ভাগাদ অঞ্চল সহ সমগ্র রাজস্থানে কালীবাই ভীলের নাম অত্যন্ত সম্মানের সাথে নেওয়া হয়। কালিবাই ভীলের নামে রাজ্যে অনেকগুলি স্কিম পরিচালিত হয়, যার মধ্যে মেধাবী ছাত্রীদের স্কুটি দেওয়ার পরিকল্পনাটি বেশ বিশেষ । কিশোরী কালীবাই ভীলের শহীদ হওয়ার দিন,১৯ জুন প্রতিবছর বলিদান দিবস হিসাবে পালিত হয় ।
এই দিনটি উৎসর্গ করা হয়েছে । আসলে, ১৯৪৭ সালের ১৫ আগস্টের আগে ভারত ব্রিটিশ শাসিত ছিল। ব্রিটিশদের প্ররোচনায় অনেক রাজা নিজ নিজ এলাকার জনগণকে দমন করত । তারপরও স্বাধীনতার আকাঙ্ক্ষা সর্বত্র বিরাজমান ছিল, যা ক্রমে ক্রমে প্রকাশ পেতে থাকে।
ব্রিটিশদের প্ররোচনায় রাজস্থানের রাজকীয় রাজ্য ডুঙ্গারপুরের মহারাওয়াল চেয়েছিলেন যে তাঁর রাজ্যে শিক্ষার প্রসার ঘটানো উচিত নয়। কারণ শিক্ষিত হয়ে মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়বে । কিন্তু তখন স্কুল চালাতে অনেক শিক্ষক তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন । মহারানা প্রতাপজির সাহসী অনুগামীরা শুধুমাত্র ভীলরা এই সমগ্র এলাকায় বাস করতেন । নানাভাই খন্ত জি স্কুল পরিচালনার জন্য তাঁর ভবন বিনামূল্যে দিয়েছিলেন ।দুঙ্গারপুর জেলার রাস্তাপাল গ্রামের কালীবাই এখানকার ওই স্কুলে পড়াশোনা করতেন, যেটি প্রজামণ্ডল পরিচালিত ছিল। এখানে শিশুদের মধ্যে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। ফলে এই স্কুলটি তখনকার ডুঙ্গারপুরের মহারাওয়ালদের চোখের কাঁটা হয়ে উঠেছিল। ব্রিটিশদের দালাল মহারাওয়াল তা বন্ধের নির্দেশ জারি করেন। তিনি বহুবার তার সৈন্য পাঠিয়ে নানাভাই খান্ত জি ও সেঙ্গাভাইকে স্কুল বন্ধ করতে বলেন; কিন্তু স্বাধীনতা ও শিক্ষাপ্রেমী এই দুই মহাপুরুষই তাদের মতের ওপর অটল ছিলেন। কিন্তু, প্রজামণ্ডল মহারাওয়ালের আদেশ মানতে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হন মহারাওয়াল।
ঘটনাটি ১৯৪৭ সালের ১৯ জুন। ডুঙ্গারপুরের একজন পুলিশ অফিসার কিছু সৈন্য নিয়ে রাস্তাপালে পৌঁছেছিলেন শ্রী নানাভাই এবং শিক্ষক সেঙ্গাভাইকে সাথে শেষবারের মতো সতর্ক করলেন । কিন্তু তারা রাজি না হলে তিনি তাদের বেত ও বন্দুকের বাট দিয়ে মারতে থাকেন। কোনো কারণ ছাড়াই মারতে থাকলো দুজনে; কিন্তু স্কুল বন্ধ করতে রাজি হননি।নানাভাইয়ের বৃদ্ধ শরীর এমন প্রহার সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই আত্মাহুতি দেন। এরপরও পুলিশ কর্মকর্তার ক্ষোভ প্রশমিত হয়নি। সেঙ্গাভাইকে ট্রাকের পেছনে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
এ সময় গ্রামের অনেক লোক সেখানে উপস্থিত থাকলেও ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি।
তখন ভীল সম্প্রদায়ের মাত্র ১২ বছরের মেয়ে কালীবাইও সেখানে পৌঁছান। সেই সাহসী মেয়েটিও একই স্কুলে পড়ত। এ সময় সে তার বাড়ির গবাদি পশুদের জন্য বন থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিল। তার হাতে একটি ধারালো কাস্তে (কাস্তির মতো একটি অস্ত্র, যা ঘাস/ধান কাটাতে ব্যবহৃত হয়) চকচক করছিল । যখন তিনি গ্রামে ফিরে শ্রী নানাভাই এবং সেঙ্গাভাইয়ের দুর্দশা দেখলেন, তখন তার শরীর রাগে জ্বলতে শুরু করল । মেয়েটি সেখানেই থেমে গেল। তিনি পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলেন কেন এই দুজনকে আটক করা হয়েছে। প্রথমে ব্রিটিশ পুলিশ অফিসার নীরবে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু কালিবাই বারবার জিজ্ঞাসা করলে তিনি জানান যে তাকে মহারাওয়ালের নির্দেশের বিরুদ্ধে স্কুল চালানোর জন্য গ্রেফতার করা হচ্ছে।
কালীবাই বললেন, স্কুল চালানো অপরাধ নয়। গোবিন্দ গুরুজীর ডাকে প্রতিটি গ্রামে স্কুল খোলা হচ্ছে। তারা বলেন, শিক্ষাই আমাদের উন্নয়নের চাবিকাঠি । তাকে এভাবে কথা বলতে দেখে পুলিশ অফিসার হতবাক। তিনি বলেন, এখন স্কুল পরিচালনাকারীকে গুলি করা হবে।
কালীবাই বলল, তা হলে আগে আমাকে গুলি কর। গ্রামবাসীও এই কথাবার্তায় উত্তেজিত হয়ে মহারাওয়ালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ কর্মকর্তা ট্রাকটি চালু করার নির্দেশ দেন। দড়ি দিয়ে বেঁধে রাখা সেংভাইকে ট্রাকের সাথে টেনে টেনে হাঁক দিতে থাকে । তা দেখে কালীবাই ক্ষিপ্ত হয়ে ওঠেন। কাস্তের এক পোঁচে সে দড়ি কেটে দেয় ।এই দেখে পুলিশ অফিসারের ক্ষোভের সীমা ছিল না। সে তার পিস্তল বের করে কালিবাইকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।কালীবাইয়ের নরম শরীর বুলেটের বৃষ্টি সহ্য করতে পারেনি। ঘটনাটি ঘটেছিল ১৯৪৭ সালের ১৮ জুন। বুলেটে আহত কালিবাই ২০ জুন মারা যান।
এতে গ্রামবাসীরা ব্রিটিশদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে, এতে ভয় পেয়ে পুলিশ সদস্যরা জেলা সদরের দিকে পালিয়ে যায়।
এভাবে কালিবাইয়ের আত্মত্যাগে শিক্ষক শ্রী সেঙ্গাভাইয়ের জীবন রক্ষা পায়। এরপর কোনো পুলিশ কর্মকর্তা ওই এলাকায় আসার সাহস পায়নি। এই ঘটনার মাত্র কয়েকদিন পর আমাদের দেশ তথাকথিত স্বাধীন হয়।
আজ, শিক্ষার শিখা অবিরাম জ্বলছে ডুঙ্গারপুর এবং সমগ্র রাজস্থানে, যাতে প্রয়াত শ্রী নানাভাই খান্ত জি, শ্রী,সেঙ্গাভাই এবং প্রয়াত কালিবাইয়ের মতো সাহসী ত্যাগীদের অবদান অবিস্মরণীয় । শিক্ষার মহান প্রেমিক শ্রী নানাভাই খন্ত জি, সাহসী শিক্ষক শ্রী, যিনি এই সুপরিচিত উক্তিটি বাস্তবায়ন করেছিলেন ‘বিদ্যা পরম দেবতাম’। রাস্তাপালে কালীবাইয়ের স্মৃতিতে নির্মিত একটি স্মৃতিসৌধও রয়েছে। দুঙ্গারপুরের গ্যাপ সাগরের তীরে একটি পার্কে কালীবাইয়ের একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে।।

Previous Post

পতঞ্জলির যোগ সূত্র – এক (সমাধি পদ)

Next Post

৪৮ ঘণ্টার মধ্যে ‘পুষ্প ২’-এর বাম্পার বুকিং, সাত লাখের বেশি টিকিট বিক্রি

Next Post
৪৮ ঘণ্টার মধ্যে ‘পুষ্প ২’-এর বাম্পার বুকিং, সাত লাখের বেশি টিকিট বিক্রি

৪৮ ঘণ্টার মধ্যে 'পুষ্প ২'-এর বাম্পার বুকিং, সাত লাখের বেশি টিকিট বিক্রি

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জির ভাইঝিকে ঘুঘনি বিক্রির ব্যবসা করার জন্য ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী 
  • তৃণমূল ছাত্রপরিষদের ২ দলের  মধ্যে কর্তৃত্ব দখলের লড়াই ঘিরে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজ 
  • একশ দিনের কাজ প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ, লোকসভায় পাস হল জি রাম জি বিল
  • “আমায় তো মেরে দিয়েছে, ডেথ সার্টিফিকেটটা দিন” : ভোটার তালিকায় মৃত দেখানো অভিমানী ব্যক্তির কান্ডে হতভম্ব পুরকর্মীরা 
  • রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে “ইনকিলাব মঞ্চ”-এর জিহাদিদের বিক্ষোভ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.