দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হিন্দু কিশোরীর ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে সোমবার কাটোয়ায় পথ অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি । বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এদিন বিকেলে কাটোয়ার এসটিকেকে রোডে দাঁইহাট মোড়ে পথ অবরোধ করে রাখেন বিজেপির শতাধিক কর্মী ও সমর্থকরা । সেই সময় একটি অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপি কর্মীদের তুমুল বাদানুবাদ শুরু হয় । ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
স্থানীয় সূত্রে খবর,এদিন বিকেলে দাঁইহাট মোড়ে এসটিকেকে রোড অবরোধের সময় মালডাঙা- কাটোয়া রোডে রোগী সহ একটি অ্যাম্বুলেন্স আটকে পড়ে । অ্যাম্বুলেন্সটি আটকে থাকতে দেখে অবরোধকারী বিজেপি কর্মীরাই রাস্তা খালি করে দিচ্ছিল । এদিকে কাটোয়া থানার পুলিশের মধ্যেও তৎপরতা লক্ষ্য করা যায় । সেই সময় একটি গাড়ি অবরোধকারীদের মাঝে ঢুকে পড়লে অশান্তির সৃষ্টি হয় । গোপাল চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘অ্যাম্বুলেন্সটিকে রাস্তা করে দেওয়ার নাম করে এসে পুলিশ আমাদের অবরোধ তোলার চেষ্টা করছিল । যে কারনে আমাদের কর্মীরা ক্ষিপ্ত হয়ে যায় ।’
জানা গেছে,অ্যাম্বুলেন্সটির পিছু পিছু অন্য একটি গাড়িকে ঢুকতে দেখে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপির নেতা কর্মীরা । বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতন্ডা চলে । যদিও পুলিশ বিজেপির অভিযোগ অস্বীকার করেছে ।।