এইদিন ওয়েবডেস্ক,২৫ অক্টোবর : নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিরিখে একে অপরকে টেক্কা দিচ্ছে ভারতের দুই প্রতিবেশী ইসলামি রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশ । দুর্গোৎসবের মাঝেই একদিকে বাংলাদেশের জিহাদিরা যখন হিন্দুদের প্রতিমা ভাঙচুর চালিয়ে যাচ্ছে, অন্যদিকে হিন্দু মেয়েদের লালসার শিকার বানাচ্ছে পাকিস্তানি জিহাদিরা । নবমীর রাতে বাংলাদেশের ফেনী জেলার ফাজিলপুর পালবাড়ির দাগনভূঁয়া গ্রামে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে । কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটের (আইএসআইএস) এর কায়দায় দেবী কালী ও ভগবান শিবের শিরোচ্ছেদ করে পালিয়ে যায় উগ্রপন্থীরা ।
অন্যদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুরখাসে শফাক ভার্গারি (Shafaq Bhargari) নামে এক মুসলিম ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক দরিদ্র হিন্দু তরুনী মিরান কোলহি (Meeran Kolhi) । নির্যাতিতা তরুনী বলেছেন যে তিনি স্থানীয় মহিলা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন । কিন্তু
মহিলা থানার এসএইচও মোমল লঘারি (Momal Laghari) ও ধর্ষক শফাক ভার্গারি তাকে খুনের হুমকি দেয় এবং মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করে । তিনি আরও বলেন,’মহিলা থানার এসএইচও মোমল লঘারি প্রতিদিন আমার সাথে দেখা করতেন এবং আমাকে হুমকি দিতেন । সে আমাকে জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র কিনে দিয়ে আমার বক্তব্য বদলানোর জন্য প্রলুব্ধ করেছিল । কিন্তু আমি আবার ১৬৪ ধারার অধীনে জবানবন্দি দিতে প্রস্তুত । যারা আমাকে হুমকি দিয়ে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করেছে তাদের বিরুদ্ধে মাননীয় আদালত ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিক ।’
এদিকে ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠী হামাসের যুদ্ধে ভারতের পক্ষেপের প্রতিবাদের নামে বাংলাদেশের মৌলবাদীর দল প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালিয়ে যাচ্ছে । বাংলাদেশের পিপলস একটিভিস্ট কোয়ালিশন(প্যাক) নামে একটি ইসলামি মৌলবাদি গোষ্ঠী ফিলিস্থিনের সমর্থনে মিছিল বের করে । তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘ইসরায়েল-ভারত নিপাত যাক, ফিলিস্থিন মুক্তি পাক’ । যেখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে সব ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল কট্টর ইসলামি রাষ্ট্র বাংলাদেশ,সেখানে বাংলাদেশি মুসলিমদের মধ্যে ক্রমাগত ভারতের প্রতি বিদ্বেষ বৃদ্ধি পাওয়ায় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নয়াদিল্লিকে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন অনেকে । তাঁরা দাবি তুলছেন যেভাবে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কার্যত একঘরে করে রেখেছে ভারত,বাংলাদেশের ক্ষেত্রেই একই পদক্ষেপ নিক নরেন্দ্র মোদী সরকার ।।