এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২৩ মে : মঙ্গলবার বিকেলে মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় । পূর্ব বর্ধমানের রায়নার নাড়ুগ্রামে সাবিত্রী কুণ্ডু(৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । জানা গেছে,ঝড় জলের সময়ে তিনি নিজের মাটির বাড়িতেই ছিলেন । সেই সময় দেওয়াল ভেঙে পড়লে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর । এছাড়া ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে পড়ায় পূর্ব বর্ধমান জেলার বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । ঝড়ের তান্ডবে কোথাও কোথাও গাছ ভেঙে ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে ।
এদিন বিকেল প্রায় পৌনে চারটে নাগাদ পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় প্রথমে আকাশ কালো করে মেঘ জমে । কিছুক্ষণ পরেই শুরু হয় ঝড়ের তান্ডব । পাশাপাশি বৃষ্টিপাতের সাথে অল্প বিস্তর শিলাবৃষ্টি হয় কোথাও কোথাও । ঝড়ের তাণ্ডবে বর্ধমান শহর থেকে শুরু করে আউশগ্রাম, ভাতার,গলসি, মঙ্গলকোট, জামালপুর সহ জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চল এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । ঝড়ের সময় বর্ধমান রেলস্টেশনে লাগানো বিশাল আকৃতির জাতীয় পতাকার খুঁটি ভেঙে পড়ে । স্টেশনের পাশে উড়ালপুলের অনেকগুলি লাইট পোস্ট ভেঙে যায় । বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় গোটা বর্ধমান শহরজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে ।
এদিকে পূর্তভবনের একাধিক গাছপালা ভেঙে বেশ কয়েকটি চারচাকা গাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে । একই ভাবে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের । অল্প সময় স্থায়ী হলেও ঝড় এতটাই তীব্র ছিল যে বর্ধমান শহরের জিটি রোডের বিভিন্ন জায়গায় অস্থায়ী তোরণ ভেঙে পড়ে । পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন,হাওড়া মেইন ও কর্ড, বর্ধমান- আসানসোল, বর্ধমান- রামপুরহাট শাখার বহু লোকাল,মেল ও এক্সপ্রেস ট্রেন আটকে পড়েছে । এদিকে মেমারি তারকেশ্বর রোডের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে যানচলাচল বিঘ্নিত হয়ে পড়ে । বর্ধমান শহরে পুলিশ লাইনের কাছে গাছ ভেঙে পড়ায় জিটি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় । আউশগ্রামের গোন্না গ্রামে একটি বড় তেঁতুল গাছ ভেঙে একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে । এদিকে রাত পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাত চলছে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় ।।