এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মার্চ : বছর পাঁচেক আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন সংগীতশিল্পী ‘নওমুসলিম’ কবীর সুমন । অনুরাগী -বন্ধুদের সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি । জানালেন, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন এবং তার দেহ ইসলামি রীতি অনুযায়ী কবরস্থ করার ‘চুড়ান্ত সিদ্ধান্ত’ নিয়েছেন ।
আজ বুধবার (৫ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে কবীর সুমন বলেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’ সুমনের ইচ্ছে, ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়। গায়ক বললেন, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’।