এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ অক্টোবর : আজ বৃহস্পতিবার মহাসপ্তমীর দিন রাজ্যে দুর্গাপূজা পরিদর্শনে এলে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । প্রথমে তিনি প্রথমে বেলুড় মঠ পূজো পরিদর্শনে যান । সেখান থেকে তিনি সোজা চলে যান কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের পূজো পরিদর্শনে । প্রসঙ্গত,সন্তোষ মিত্র স্কোয়্যারের দুর্গাপূজোর মূল উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ । দেবীকে প্রণাম নিবেদন ও আরতি করেন জেপি নাড্ডা । পরে মণ্ডপ থেকে বেরিয়ে এসে তিনি বলেন,’অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হবেই’ । তবে আরজি কর বা জয়নগর কান্ড নিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করে কোনো মন্তব্য করেননি কেন্দ্রীয় মন্ত্রী । তিনি বলেন,’পুজোর দিনে রাজনীতি নিয়ে আলোচনা করব না। বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে।’ নাড্ডা বলেন,’অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি সঞ্চয়ের জন্য আমরা মা দুর্গার পূজো করি । অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হবেই ।’
এদিন জেপি নাড্ডার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার,অগ্নিমিত্রা পাল,রাহুল সিনহা,বিজেপি নেতা তমঘ্ন ঘোষ, তাপস রায় প্রমুখ । তবে রাজ্যের তাবড় বিজেপি নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও দিলীপ ঘোষকে দেখা যায়নি দলীয় সর্বভারতীয় সভাপতির পাশে । পূজো কমিটির তরফ থেকে জেপি নাড্ডার হাতে একটা স্মারক তুলে দেন সজল ঘোষ ।।