এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ মার্চ : শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সমস্ত দুর্নীতি মামলায় শাসক দলের বিরুদ্ধে খোলাখুলি মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই কারণে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষসহ শাসকদলের নেতাদের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে । কুনাল ঘোষরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন রাজনীতিতে আসার জন্য । অবশেষে কুনালদের সেই চ্যালেঞ্জকে স্বীকার করে আদালত ছেড়ে রাজনীতির ময়দানে প্রবেশ করার কথা ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পাশাপাশি তিনি রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করে বলেন,’এরাজ্যে চৌর্য সাম্রাজ্য চলছে ।’
বাংলা খবরের চ্যানেল এবিপি আনন্দের সঙ্গে আজ রবিবার একটি সাক্ষাত্কারে সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় তার ইস্তফা দেওয়ার কথা জানান । তিনি বলেন, আমার হাতে যতগুলো মামলা আছে সেগুলি আমি সোমবারের মধ্যে ছেড়ে দেবো । মঙ্গলবার আমি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবো ।’ তবে তিনি কোন দলে যোগ দেবেন কা খোলসা করেননি । কিন্তু জানান যে যদি কোন দল তাকে টিকিট দেয় তনে তিনি তা অবশ্যই তা বিবেচনা করবেন । ওয়াকিবহাল মহলের মতে বিজেপির শিবিরেই যোগ দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
রাজ্যের বর্তমান সরকারের একের পর এক দুর্নীতিতে বীতশ্রদ্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় তার তীব্র অসন্তোষ প্রকাশ করেন এদিন । তিনি বলেন, ‘রাজ্যে চূড়ান্ত দুরবস্থা চলছে । আমি মৌর্য সাম্রাজ্যের কথা শুনেছিলাম, কিন্তু এরাজ্যে এখন চৌর্য সাম্রাজ্য চলছে । একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে এগুলো কখনোই মেনে নেওয়া যায়না ।’ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বলে জানান । পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে শাসক দল তাকে রাজনীতিতে যোগ দিয়ে ভোটে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করেছিল । তাই সেই চ্যালেঞ্জ কে তিনি স্বীকার করার জন্য বিচারপতির পথ ছাড়তে বাধ্য হয়েছেন । এই চ্যালেঞ্জের জন্য তিনি শাসকদলের নেতাদের ধন্যবাদও জানান ।।