এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মার্চ :
মঙ্গলবার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু,প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগ্নানামও পাঠিয়েছেন তিনি ৷ পদত্যাগের কারণ হিসেবে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজনীতিতে আসতে চলেছেন । তবে কোন দলে তিনি যোগ দেবেন তার স্পষ্ট ছিল না । আজ মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বিজেপিতে যোগ দেবেন ।
জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টিকিট দিতে চলেছে বিজেপি ।
তমলুক আসনটি রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে মনে করা হয় । ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে এই আসনে জয়ী হয়ে আসছে টিএমসি। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের থাকার সময় শুভেন্দু অধিকারী এখান থেকে দু’বার- ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলে । শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেয়ার পর ২০১৬ সালের উপনির্বাচনে এই আসনে জিতেছিলেন টিএমসি প্রার্থী । হেনো আসনেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কে বিজেপি বেছে নেবে বলে মনে করা হচ্ছে ।
সোমবারও এজলাসে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তবে হাতে থাকা সমস্ত মামলাগুলি তিনি অন্য বিচারপতিদের হাতে হস্তান্তর করে দেন ।
প্রসঙ্গত,রাজ্যের বর্তমান শাসক দলের লাগামছাড়া দুর্নীতির কষ্ট সমালোচক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দলকে কার্যত ঘোল খাইয়ে ছেড়েছিলেন তিনি । এই কারণে বাংলায় তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন । এখন তমলুকের আসন থেকে যদি বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন তাহলে নরেন্দ্র মোদির ক্যাবিনেটে তিনি স্থান পাবেন বলে মনে করা হচ্ছে ।।