এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ ফেব্রুয়ারী : অযোধ্যা মামলার রায় দেওয়া বিচারপতি এস আবদুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল করেছে কেন্দ্র সরকার ৷ অন্ধ্রপ্রদেশ সহ দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর বদল করা হয়েছে । তার মধ্যে রয়েছে লাদাখ, মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং বিহার । অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম পার্নায়েককে অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। লক্ষ্মণ আচার্য সিকিমের রাজ্যপাল,সিপি রাধাকৃষ্ণনকে ঝাড়খণ্ডের রাজ্যপাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিব প্রতাপ শুক্লাকে হিমাচল প্রদেশের এবং গুলাবচাঁদ কাটারিয়াকে আসামের রাজ্যপাল করা হয়েছে । এছাড়া অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনকে ছত্তিশগড়ে, ছত্তিশগড়ের রাজ্যপাল অনুসুইয়া উইকে মণিপুরে এবং মণিপুরের গভর্নর লা গণেশনকে নাগাল্যান্ডে পাঠানো হয়েছে ।
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এবং লাদাখের ডেপুটি গভর্নর কৃষ্ণ মাথুর পদত্যাগ করেছেন । কোশিয়ারির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রকে ।।