এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ মে : আজ সোমবার, চতুর্থ দফায় ভোটগ্রহণ হচ্ছে দেশের মোট ৯৬টি কেন্দ্রে । তার মধ্যে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে মিলে মোট ৮ টি আসনে ভোট হচ্ছে আজ । প্রায় ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । রাজ্যের কিছু কিছু জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। তারই মাঝে আজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবিষ্যৎবাণী করেছেন যে আশি শতাংশ যদি ভোট পড়ে তাহলে ‘হীরক রানী বাই বাই’ হয়ে যাবে ।
আজ কলকাতা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত’র সমর্থনে মনোনয়ন পর্বের সূচনা করেন শুভেন্দু অধিকারী । সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে আজ ভোট শেষ হয়ে যাচ্ছে । সেখান থেকে হাজার হাজার নিরাপত্তা বাহিনী পশ্চিমবঙ্গে আনা হবে । তৃণমূল আরও টাইট হয়ে যাবে । তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন । শুধু ঠাকুরকে ডাকুন, আশি শতাংশ যেন ভোট হয়, তাহলে বাই বাই ।’
আজ ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এরা কিছু জায়গায় কাল সারা দিনরাত রাত গুন্ডামি করেছে । এই খবর আমরা পেয়েছি । কিন্তু যে কায়দায় এতদিন তৃণমূল ভোট করেছে এখন আর পারছে না । এবারে হিজলনাতে ওরা ঝামেলা করেছে । ওখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ৯০ শতাংশ ভোট আছে তাদের ব্যবহার করছে । আমার বিশ্বাস যে সেই নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেরাও ভেতরে ঢুকে চোরামূলকে ভোট দিচ্ছে না । ওরা মন্তেস্বরে তিনটি বুথে করেছে, দুর্গাপুরের একটা বুকে করেছে, পাড়ুইতে দশটা বুথে করার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি । নানুরে একটা বুথে করেছিল, পারেনি । বড়োয়াতে মাহে আলম বলে একটা গুন্ডা শাসিয়েছিল কিন্তু এখন ভোটাররা ঠেলে বেরুতে শুরু করেছে । বেলডাঙাতে বুথের মধ্যে পুরসভার চেয়ারম্যান গুন্ডামি করছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদেরকে পিটিয়েছে ।’
তিনি বলেন,’আর একটা গুন্ডাকে সোজা করতে হবে, রাজিব শেখ, ওটা হচ্ছে চাপড়া, আমাদের অঞ্চল কনভেনারকে প্রকাশ্যে মেরেছে আমাদের অঞ্চল কলভেনারকে প্রকাশ্যে মেরেছে । ওটাকে আমি আধঘণ্টার মধ্যে টাইপ করাচ্ছি ।’
শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘কোথাও কোথাও জেলার আরও এবং এআরও ভোটগ্রহণ প্রক্রিয়া ধীরে করতে চাইছে । বিশেষ করে বিজেপি অধ্যুষিত এলাকা গুলিতে । আমরা পুরোটা নজরে রেখেছি । তৃণমূল আগে যে কায়দায় ভোট করেছে সেই কায়দায় ভোট করতে পারছে না । বুথ চত্ত্বর এবং ভোটিং কম্পার্টমেন্ট এলাকা সুরক্ষিত আছে। মুখ্য নির্বাচন কমিশনার দ্বারা ওয়েব কাস্টিং পরিচালনা করা হচ্ছে ।’
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে তার পরামর্শ,’তৃণমূলের কপালে দুঃখ আছে । সেটা সহ্য করার জন্য এখন থেকে তারা মানসিক প্রস্তুতি নিক। আর বাকি যে এলাকায় গুন্ডারা আছে তাদের বলব বিজেপি কর্মীদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন । না হলে চার তারিখের পরে অনেক কিছু ঘটে যাবে ।’
পরিশেষে শুভেন্দু বলেন, ভোট প্রক্রিয়া যতটা নিরাপদে ও নিরপেক্ষভাবে করা যায় তার চেষ্টা কর ইলেকশন কমিশন । তবে পাড়ার ভেতরে গ্রামে ঝামেলা তো করছেই তৃণমূল ।’শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভীষণ সক্রিয় রয়েছে । তারা প্রথমে ৩৫ টা করে টিআরটি দিয়েছিল, সেটা এখন বাড়িয়ে ৫০ টা করেছে । প্রতিটি সিঙ্গেল বুথে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্যারা মিলিটারি আছে।’।