এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১২ আগস্ট : রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ঢুকে পড়ে জাল ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে রীতিমতো সংসার ফেঁদে বসেছে । এখন তারা দাবি তুলছে যে তারা নাকি ভারতীয় নাগরিক । কিন্তু মুম্বাই হাইকোর্ট একটি মামলায় সাফ জানিয়ে দিয়েছে যে আধার, প্যান কার্ড ও ভোটার আইডি থাকলেই সে ভারতীয় নাগরিক হয়ে যায় না । বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকারের বেঞ্চ জানিয়েছে,১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে, কে নাগরিক হতে পারেন, কীভাবে সেই নাগরিকত্ব অর্জন করা যেতে পারে।
মামলা সূত্রে জানা গেছে, আব্দুল রউফ সর্দার নামে একজন বাংলাদেশী এক দশকের অধিক সময় আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে৷ তারপর সে “জাল নথি” করে রীতিমতো ভারতীয় নাগরিক বনে যায় । সম্প্রতি তাকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ । মামলাটি বোম্বে হাইকোর্টে বিচারাধীন ছিল । আজ মঙ্গলবার বিচারপতি অমিত বোরকারের বেঞ্চে সেই মামলার শুনানি হয় । তখন অভিযুক্ত বাংলাদেশী দাবি করেছে তার কাছে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড আছে । তাই তাকে জামিন দেওয়া হোক । কিন্তু বেঞ্চ জানায় যে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো নথিগুলি কেবল পরিচয়পত্র বা পরিষেবা পাওয়ার উদ্দেশ্যে, নাগরিকত্বের প্রমাণ নয় । আদালত নাগরিক বাবু আব্দুল রউফ সরদার নামে ওই বাংলাদেশির জামিন আবেদন খারিজ করে দেয় ।
প্রসঙ্গত, ১৯৫৫ সালে, সংসদএ নাগরিকত্ব আইন পাস হয় । সেই আইন এখনো বলবৎ আছে । বিচারপতি বোরকার উল্লেখ করেন যে এই আইনে নাগরিকত্ব প্রাপ্তির জন্য একটি স্থায়ী এবং সম্পূর্ণ ব্যবস্থা তৈরি করেছে।তিনি বলেন,’আমার মতে, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিয়ন্ত্রণকারী আইন যা আজ ভারতে জাতীয়তা নির্ধারণ করে। এই আইনটিই ব্যাখ্যা করে যে কে নাগরিক হতে পারে, কীভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে এবং কোন পরিস্থিতিতে তা হারানো যেতে পারে ।’।
Just because you have Aadhaar, PAN card and voter ID does not mean you are an Indian citizen: Bombay High Court rejects bail plea of arrested Bangladeshi