এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ ডিসেম্বর : মাত্র ৬ মাস আগে রোগে মারা গেছেন বাবা । বৃদ্ধা বিধবা মা,স্ত্রী ও দুই শিশুসন্তানের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দিতে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন বছর তেত্রিশের যুবক । কিন্তু কর্মস্থলে যুবক রহস্যজনকভাবে মারা যাওয়ায় তার গোটা পরিবার এখন অথৈ জলে পড়েছেন । মৃত যুবক অর্জুন চৌধুরীর(৩৩) বাড়ি মালদা জেলার রতুয়া-১ নম্বর ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের ঢুলিপাড়ায় । অর্জুনের স্ত্রীর কাছে ফোনে তার মৃত্যুর খবর আসার পর সদ্য বিধবা হওয়ার শোক ভুলে তিনি কিভাবে বৃদ্ধা শাশুড়ি ও দুই শিশুসন্তানের ভরনপোষণ চালাবেন তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না ।
জানা গেছে,প্রায় ৬ মাস আগে অর্জুনের বাবা দ্বিজেন চৌধুরীর মৃত্যু হয় । বর্তমানে বাড়িতে রয়েছে মা, স্ত্রী এবং তিন বছরের মেয়ে এক বছরের ছেলে । বাবার মৃত্যুর পর মাস খানেক আগে এল এন্ড টি কোম্পানির পাইপ লাইনের শ্রমিকের কাজ করতে গুজরাটের সুরাটে চলে যান অর্জুন । কাজ করার সময় গত শনিবার তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন । তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার রাতে ফোনে তার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ও মা । শোকের ছায়া নেমে আসে পশ্চিম রুকুন্দিপুর ঢুলিপাড়ায় ।
গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের আবেদন জানান । এদিকে এই ঘটনার খবর পেরে মঙ্গলবার মৃতের বাড়িতে ছুটে যান বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন ৷।
