প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ এপ্রিল : ইউজিসি ’র্যগিং’ বন্ধের নির্দেশ দেওয়ার পর থেকেই এই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতেও গড়ে তোলা হয় ’অ্যান্টি র্যগিং কমিটি’। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে র্যগিং বন্ধের জন্য আদালতও কড়া নির্দেশ দিয়ে রেখেছে। এত কিছুর পরেও প্রকাশ্যে জুনিয়ার ছাত্র ছাত্রীদের উপর সিনিয়ার ছাত্র ছাত্রীদের ’অল্প স্বল্প র্যগিং করার ’পক্ষেই নিদান দিলেন এক কলেজ শিক্ষক।পূর্ব বর্ধমানের মেমারির সরকারী কারিগরি (পলিটেকনিক) কলেজের শিক্ষকের এমন ’নিদান’ সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষক ,ছাত্রছাত্রী ও অভিভাক মহলেে।এমনকি এই ’নিদান’ নিয়ে ডান বাম সমস্ত ছাত্র সংগঠনের নেতৃত্ব সহ বিধায়কও নিন্দায় সরব হয়েছেন ।
ভাইরাল হওয়া ভিডিও-র সূত্র ধরে খোঁজ চালিয়ে জানা গিয়েছে,দিন কয়েক আগে ’নবীন বরণ অনুষ্ঠান’ হয় মেমারির সরকারী কারিগরি (পলিটেকনিক)কলেজে । সেই অনুষ্ঠানেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখাতে ওঠেন কলেজের শিক্ষক জয়প্রকাশ ঘোষ হাজরা। তখনই তিনি ’র্যগিং‘ এর পক্ষে নিজের মতামত ব্যক্ত করেন বলে এক ছাত্র জানিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই কলেজ শিক্ষক তাঁর বক্তব্যে বলছেন ,“নবীন বরণ হওয়া মানেই পড়ুয়াদের স্বাধীন হয়ে যাওয়া ।নবীন বরণ হয়ে যাওয়া মানেই এর পর থেকে দাদাদের হোস্টেলে গিয়ে একটু আড্ডা মারতে পারা যাবে । দাদার সামনে বসে ’সিগারেট খেতে’ পারা যাবে ও দাদার সামনেই মেয়েদের সঙ্গে বসে গল্পও করা যাবে ।কলেজের নবীন বরণ প্রসঙ্গে এইসব ব্যক্ষ্যা দেওয়ার পরেই শিক্ষক জয়প্রকাশ ঘোষ হাজরা ’র্যগিং’ এর পক্ষে তাঁর মত ব্যক্ত করেন ছাত্রছাত্রীদের কাছে। র্যগিং নিয়ে তিনি বলেন ,অল্প স্বল্প “র্যগিং” ভালো।র্যগিং হল নতুন ছেলেদের সঙ্গে দাদাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা। র্যগিং এর মাধ্যমে আগে ছেলেরা ’এনজয়’ করতে পারতো ।এখনতো র্যগিং পুরোপুরি বন্ধই হয়ে গেছে। তার কারণেই নাকি জুনিয়ার ছেলে মেয়েরা সিনিয়ার ছেলে মেয়েদের সন্মান করছে না। ওই শিক্ষকের এমন দাবীর কথাও শোনা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিও।
এইসব বক্তব্য বিষয়ে জয়প্রকাশ ঘোষ হাজরা নামে ওই শিক্ষক যদিও রবিবার সংবাদ মাধ্যমের কাছে কোন প্রতিক্রিয়া দিতে চান নি ।‘ অভ্যন্তরীণ বিষয়’ বলে জানিয়ে তিনি এড়িয়ে যান । একই ভাবে কলেজের প্রিন্সিপ্যাল লক্ষীপদ চট্টৌপাধ্যায়ও ’খোঁজ নিয়ে দেখবো’ বলে জানিয়ে পাশ কাটান । এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক
অনির্বাণ রায়চৌধুরী এই বিষয়ে বলেন, “ভাইরাল হওয়া ভিডিওয় মেমারির সরকারী কারিগরি কলেজের শিক্ষক জয়প্রকাশ বাবু র্যাগিং নিয়ে‘ যা বলেছেন তা আমিও শুনেছি । একজন শিক্ষকের এমন বক্তব্য দুর্ভাগ্যজনক,
অসংবেদনশীল ।’ র্যগিং’ এর কারণে অনেক ছাত্রের জীবন চলে গিয়েছে । তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি )ও আদালতের নির্দেশে দেশের সমস্ত কলেজ,বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান র্যগিং বন্ধের জন্য নানা পদক্ষেপ নিয়েছে । এখনও নিচ্ছে। সেই সব জেনেও শিক্ষক জয়প্রকাশ ঘোষ হাজরা অল্প স্বল্প র্যগিং করার নিদান কিভাবে দিলেন সেটাই সবথেকে আশ্চর্য্যের বিষয় ।র্যগিং যে সৌহার্দ্য বাড়ায় না ,বরং ঘৃণা ,ক্ষোভ ও বিদ্বেষ বাড়ায় সেটা কি জয়প্রকাশ বাবু ভুলে গিয়েজেন ? বিষয়টি নিয়ে উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন এসএফ আই নেতা ।
দেখুন ভিডিও :
জেলা তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি)
সভাপতি সাদ্দাম হোসেনও মেমারির সরকারী পলিটেকনিক কলেজের শিক্ষক জয়প্রকাশ বাবুর বক্তব্যের নিন্দা করেছেন । তিনি বলেন , “ভাইরাল হওয়া ভিডিওয় শিক্ষকের বক্তব্য আমিও শুনেছি।ওই শিক্ষকের বক্তব্যে পড়ুয়া মহলে ভুল বার্তা যাচ্ছে ।বিষয়টি নিয়ে কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে টিএমসিপি-র তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে বলে সাদ্দাম হোসেন জানিয়েছেন“ । মেমারির
বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য বলেন,’একজন শিক্ষকের এমন বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। শিক্ষকের এমন বক্তব্যে পরিপ্রেক্ষিতে পড়ুয়া ও অভিভাবক মহলে ভুল বার্তা যাবে ।’ বিধায়ক এও বলেন,’আমি এই বিষয়ে খোঁজ নিচ্ছি ।ঘটনা সত্যি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।’।