এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই অভিযোগের আঙুল উঠছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে । খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও পুলিশ কমিশনার সংবাদমাধ্যমের সামনে একাধিকবার সাফাই দিলেও চিকিৎসক মহল থেকে শুরু করে আমজনতা তাদের কথার উপর ভরসা রাখতে পারেনি । পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে । এই দাবিতে সোমবার থেকে লালবাজারের অদূরে ধর্ণায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা । রাত জেগে তারা ধর্ণা চালিয়ে যাচ্ছেন ।
সোমবার লালবাজারে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড করে চিকিৎসকদের আটকে দেয় । এরপর লালবাজার থেকে আধ কিলোমিটার দূরে ফিয়ার্স লেনে বসে পড়ে ধর্ণা শুরু করে দেন চিকিৎসকরা । সারা রাত জেগে তারা ধর্ণা চালিয়ে গেছেন । একটাই দাবি, পুলিশ কমিশনারের পদত্যাগ । আজ ভোরের দিকে কেউ রাস্তার উপরই শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছেন। কিন্তু সকাল হতেই ফের তারা ধর্ণায় বসে পড়েন । দাবিতে অনড় তরুন চিকিৎসকদের চোখে-মুখে কোনো ক্লান্তির ছাপ লক্ষ্য করা যায়নি । এলাকার মানুষ চিকিৎসকদের সকালে চা-বিস্কুট দিয়ে যায় । এখন দেখার বিষয় যে চিকিৎসকদের এই অদম্য জেদের সামনে সরকার নতজানু হয় কিনা ।।