এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ আগস্ট :. ভারতে অবৈধভাবে বসবাসকারী ৪ রোহিঙ্গা মুসলিম মহিলাকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ ।প্রসঙ্গত, ওই ৪ মহিলা তাদের ১৩ সন্তানসহ ২০১৬ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন । অবৈধ অনুপ্রবেশ আইনের আওতায় তাঁরা দোষী প্রমানিত হলে তাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারে রাখা হয়েছিল । ২০১৯ সালে তার সাজা পূর্ণ হয়।
জানা গেছে,সাজা পূর্ণ হতেই তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে কেন্দ্র সরকার । বৃহস্পতিবার মহিলারা হাইকোর্টে একটি জরুরি আবেদন করেন এবং আদালতকে জানান, তাদের ৫ আগস্ট মিয়ানমারে পাঠানো হচ্ছে । কিন্তু মিয়ানমারে তাদের জীবনের ঝুঁকি রয়েছে । তাই তাদের ফেরত না পাঠিয়ে শরণার্থী হিসাবে ভারতে থাকতে দেওয়া হোক । বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি হয় । বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যাতে আগামী ১০ আগস্ট তাদের আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাদের ফেরত না পাঠানো হয় । পাশাপাশি দমদম-এর যে সংশোধনাগারে মহিলাদের রাখা হয়েছে তার কর্তৃপক্ষকে বিচারপতি নির্দেশ দিয়েছেন চার রোহিঙ্গা বন্দীর সব ধরনের মৌলিক সুযোগ-সুবিধার যেন ব্যবস্থা করা হয় ।।