পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),৩১ জানুয়ারী : এসআইআর বিরোধী সভায় ফাঁকা মাঠের ভিডিও করার অপরাধে তৃণমূলের ক্যাডারদের দ্বারা চরম হেনস্থার শিকার হতে হল সাংবাদিকদের ৷ শুধু তাইই নয়, “বিজেপির দালাল” তকমা দিয়ে তৃণমূলের ক্যাডাররা সাংবাদিকদের মারতে উদ্যত হয় । এমনকি সাংবাদিকদের হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যাবতীয় ভিডিও ও ছবি মুছে দেওয়ার অভিযোগ উঠেছে মারমুখি তৃণমূলের ক্যাডারদের বিরুদ্ধে । আজ শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে ।
আজ এসআইআর-এর বিরুদ্ধে পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেসের তরফে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় প্রমুখ । বিকেলের দিকে মাঠ ভর্তি থাকলেও প্রদীপ মজুমদারের বক্তব্যের মাঝেই শ্রোতারা একে একে পালাতে শুরু করে । শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে মন্ত্রী মশাইকে কার্যত ফাঁকা মাঠেই বক্তব্য চালিয়ে যেতে হয় । ফলে চরম অস্বস্তিতে পড়তে হয় শাসকদলের নেতৃত্বকে ।
জানা গেছে,এদিকে উপস্থিত সাংবাদিকরা ফাঁকা মাঠের ভিডিও ও ছবি তুলতে শুরু করতেই মারমুখি হয়ে ওঠে তৃণমূলের ক্যাডাররা । সাংবাদিকদের তারা “বিজেপির দালাল” আখ্যা দিয়ে মারতে পর্যন্ত উদ্যত হয় । সাংবাদিকদের মধ্যে একজন মহিলাও ছিলেন । কিন্তু তৃণমূলের ক্যাডাররা তাঁকেও পর্যন্ত রেয়াত করেনি । তারা সাংবাদিকদের স্মার্টফোনে কেড়ে নিয়ে রেকর্ড করা ভিডিও ও ছবি মুছে দেয় । তৃণমূলের ক্যাডারদের এই প্রকার হিংসাত্মক আচরণে আতঙ্কিত হয়ে পড়েন সাংবাদিকরা । শেষ পর্যন্ত বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে কোনরকমে তৃণমূলের ক্যাডারদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন তারা । ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে জেলাজুড়ে । তৃণমূলের এহেন মানসিকতায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে ৷।

