এইদিন ওয়েবডেস্ক,৩০ অক্টোবর : বাংলাদেশের প্রখ্যাত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ‘ব্লিটজ’-এর সম্পাদক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী ভারতের একটা ‘রহস্য উদঘাটিত’ করার কথা দিয়েছেন । আর সেই রহস্যটি হল ভারতের গান্ধী-নেহেরু পরিবার সম্পর্কীয় । ভারতবাসী কংগ্রেসের ‘যুবরাজ’ রাহুল গান্ধীকে প্রয়াত রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর পুত্র মনে করলেও সাংবাদিক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী তা মনে করেন না । তার দাবি রাহুলের মা সোনিয়া বিবাহের আগে বহু নাৎসীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন । এনিয়ে নিয়ে একাধিক প্রতিবেদনও ছাপিয়েছেন । গত ২৮ অক্টোবর এক্স-এ একটা পোস্টে তিনি লিখেছেন,’ভিঞ্চির জৈবিক পিতা…রাউল ভিঞ্চির জৈবিক পিতা কে? আসন্ন ক্রিসমাসের মধ্যে, আমরা অকাট্য প্রমাণ সহ এই রহস্য সমাধান করার চেষ্টা করব।’ উল্লেখ্য,রাহুল গান্ধীকে রাউল ভিঞ্চি বলেই সম্বোধন করেন সালহা উদ্দিন সোয়েব চৌধুরী ।
তাঁর এই পোস্টের কমেন্ট সেকশনে ধনঞ্জয় মামুওয়াদি (mamuwadi) নামে এক ব্যবহারকারী দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা ছবি শেয়ার করে লিখেছেন, ‘ওটাভিও কোয়াত্রোচি(Ottavio Quattrocchi)… রাউল ভিঞ্চি দেখতে ঠিক তার মতো নয়…।’ উত্তরে সালহা উদ্দিন সোয়েব চৌধুরী লিখেছেন,’তার নাম ওটাভিও কোয়াত্রোচি, আন্তোনিও আলবিনা মাইনোর বিশেষ বন্ধু এবং অপরাধের অংশীদার । এই ছবিটা রাউল ভিঞ্চির সাথে আন্তোনিও আলবিনা মাইনো, ওটাভিও কোয়াত্রোচি নয়।’
সুব্রত নামে এক ব্যবহারকারীর প্রতিক্রিয়া,’শোয়েব জি, এটি ভারতের জন্য একটি দুর্দান্ত পরিষেবা হবে, কারণ এটি সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটাবে, কেন প্রিয়াঙ্কার রক্তের নমুনা রাজীব গান্ধীর হত্যার পরে শরীরের অঙ্গগুলির ডিএনএ ম্যাচিংয়ের জন্য নেওয়ার জন্য বলেছিলেন সোনিয়া।’ উত্তরে সোয়েব চৌধুরী তাকে ধন্যবাদ জানান ।
নারায়নন লিখেছেন,’তিনি যদি আরজি পুত্র না হন তাহলে জন্মসূত্রে ভারতের নাগরিক হবেন কীভাবে?
তার জন্ম লুকিয়ে তাকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঠেলে দেওয়া কি তার মায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা নয়? তিনি আমাদের সভ্যতা থেকে কি ধরনের দেশ তৈরি করতেন? ভারতীয়রা কংগ্রেসের এই বিদ্রুপের কথা ভাবেন ।’ সোয়েব চৌধুরীর প্রতিক্রিয়া ‘হ্যাপি দিওয়ালি’ ।
অসিত মেহেতা লিখেছেন,’শোয়েব ভাই, মনে হচ্ছে একজন আমেরিকান ডিএনএ বিশেষজ্ঞ আছেন যিনি বলেছেন যে তার কাছে প্রমাণ আছে যে আরজির ডিএনএ তার বাবার সাথে মেলে না ।’ তাকে উত্তরে সোয়েব চৌধুরী লিখেছেন,’আমি যখন বলেছি, আমরা ক্রিসমাসের মধ্যে রহস্য উদঘাটনের চেষ্টা করব। এখন দীপাবলি উপভোগ করুন!’
প্রসঙ্গত,গান্ধী-নেহেরু পরিবার নিয়ে ইতিমধ্যে বহু বোমা ফাটিয়েছেন ‘ব্লিটজ’ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী । যদিও উল্লিখিত পরিবার বা তাদের রাজনৈতিক দল কংগ্রেসের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি । কেবল মাস দুয়েক আগে দ্য জয়পুর ডায়লগস এর মহিলা সাংবাদিক ও সালহা উদ্দিন সোয়েব চৌধুরীর বিরুদ্ধে কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুর একটা আদালতে মানহানির মামলা দায়ের করেন জনৈক কংগ্রেস নেতা । তারপরেও সোয়েব চৌধুরীকে থামানো যায়নি । এবার ক্রিসমাসের মধ্যে তিনি ফের কি বোমা ফাটান সেদিকে তাকিয়ে আছে অসংখ্য ভারতীয় ।।