এইদিন ওয়েবডেস্ক,গাজীপুর,০৭ আগস্ট : খালেদা জিয়ার পার্টি বিএনপির জঙ্গিদের চাঁদাবাজি নিয়ে খবর করায় বাংলাদেশের গাজীপুরে প্রকাশ্যে এক সাংবাদিককে জবাই করে খুনের ঘটনা ঘটেছে । আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টা নাগাদ মহম্মদ আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে ওই সাংবাদিক যখন গাজীপুর নগরীর চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে গল্পগুজব করছিলেন সেই সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ নিহত তুহিন দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে । তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটা ভাড়া বাড়িতে বসবাস করতেন ।
জানা গেছে,হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তিনি চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। এরপর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনার বিষয়ে মন্তব্য করেছিলেন। আজ বিকেলে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’ । পৌনে ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত ওসি শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’।