এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ মার্চ : নিকাশি নালায় পরে থাকা বড় কংক্রিটের চাঙড় তুলে দিতে বলায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার এক কেয়ারটেকারের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১১ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে রামকৃষ্ণ পল্লি এলাকায় । “বিল্লাল” নামে ওই কেয়ারটেকার সাংবাদিককে “কেটে ফেলার” হুমকিও দেয় বলে অভিযোগ । যদিও পরে কংক্রিটের চাঙড় তুলে ফেলা হয় ৷ প্রসঙ্গত,সম্প্রতি ভাতার বাজারের হাউজিং কমপ্লেক্সের গেটের সামনে থেকে কুলচন্ডা গ্রামের মোড়ে কাঁদর পর্যন্ত কংক্রিটের নিকাশি নালার কাজ করা হয় । বর্তমানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে৷ গোটা নালাটি স্লাব দিয়ে ঢেকে দেওয়া হয়েছে । কিছুটা নির্দিষ্ট দুরত্ব অনুযায়ী ফাঁক রাখা হয় । যেখানে পরে পাশে ঢেলে রাখা স্লাব তুলে সেখানে ঢেকে দেওয়া হচ্ছে ।
জানা গেছে,আজ শুক্রবার কাঁদর থেকে ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লিতে নিকাশি নালার ফাঁকগুলিতে স্লাব বসানোর কাজ চলছিল । দু’জন শ্রমিককে সাথে নিয়ে স্লাব বসানোর কাজের তদারকি করছিল ঠিকাদার সংস্থার এক কেয়ারটেকার৷ এক স্থানীয় সাংবাদিকের অফিসের ঠিক সামনে নালার মধ্যে একটা বড় কংক্রিটের চাঙড় পড়ে থাকায় সেটি তুলে ফেলার জন্য কেয়ারটেকারকে অনুরোধ করেন তিনি । সেই সময় এক শ্রমিক জানায় যে অতবড় চাঙড় তুলে ফেলা সম্ভব নয় ।
জানা গেছে,এরপর নিকাশি নালার তদারকি করা স্থানীয় এক তৃণমূল নেতাকে ফোন করে সাংবাদিক বিষয়টি জানাতেই কার্যত মারমুখি হয়ে ওঠে ঠিকাদার সংস্থার এক কেয়ারটেকার । সে নিজেকে পার্শ্ববর্তী ভুমশোড় গ্রামের বাসিন্দা ‘বিল্লাল’ বলে নিজেকে পরিচয় দেয় এবং বলে যে ‘পঞ্চায়েত কি করবে ? অ্যাঁ…পঞ্চায়েতকে বলছে ! বল্ ।’ দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনময়ও হয় । সেই সময় ওই কেয়ারটেকার ‘কেটে ফেলার’ হুমকিও দেয় বলে অভিযোগ । তবে লোকজন জড়ো হলে তিনি ওই অভিযোগ অস্বীকার করে । তিনি এও বলেন, ‘সাংবাদিক বলে কি লাটসাহেব নাকি’ । যদিও এনিয়ে থানায় কোনো নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি ।।