এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,১৯ ফেব্রুয়ারী : বাম আমলে যার নাম শুনলে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত । তার প্রতাপে বিরোধীদলের কেউ মাথা তুলতে সাহস পেতেন না । মঙ্গলকোটের একদা সেই ‘বেতাজ বাদশা’ সিপিএম নেতা ডাবলু আনসারী অবশেষে বিজেপিতে যোগ দিলেন । আগামী বিধানসভা নির্বাচনের আগে তাঁর যোগদানে অনেকটাই চাঙ্গা মঙ্গলকোটের গেরুয়া শিবির । যদিও ওই বাম নেতার বিজেপিতে যোগদানের ফলে বিশেষ কোনও প্রভাব পড়বে না বলে দাবি তৃণমূল নেতৃত্বের ।
বামফ্রন্টের জমানায় বারবার রক্তাক্ত হয়েছে মঙ্গলকোট । ঘটেছে একাধিক রাজনৈতিক খুনের ঘটনা । আর সেসময় বিরোধীদের যাবতীয় অভিযোগ ছিল ডাবলু আনসারীর বিরুদ্ধে । ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর মঙ্গলকোট ছাড়তে হয় ডাবলুকে । তারপর একাধিক মামলায় তাঁকে দীর্ঘদিন হাজতবাসেও কাটাতে হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল ডাবলু আনসারী বিজেপিতে যোগদান করবেন । আর এলাকায় ফিরে আসার চেষ্টাতেই ডাবলু আনসারী বিজেপির হাত ধরতে চাইছিলেন বলে রাজনৈতিক মহলের খবর । অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ডাবলু আনসারী বিজেপিতে যোগ দিয়েছেন ।
গত বুধবার কলকাতায় বিজেপি রাজ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন প্রাক্তন সিপিএম নেতা ডাবলু আনসারী । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নেওয়ার মুহুর্ত্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । এদিকে আগামী বিধানসভা নির্বাচনের আগে ডাবলু আনসারিকে পেয়ে আশাবাদী হয়ে উঠেছে বিজেপি শিবির ৷
তবে এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব । মঙ্গলকোট এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব বরাবরই সামলে আসছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ডাবলু আনসারীর বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তার কটাক্ষ,” ডাবলু আনসারী একজন ‘মার্ডারার’। ও মঙ্গলকোটের মাটিতে এত খুন করেছে যে মানুষ ওকে মানবে না।”
তবে ওই প্রাক্তন বাম নেতা বিজেপি আসার ফলে দল অনেকাংশে উপকৃত হবে বলে মনে করছেন পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সহ সভা রানাপ্রতাপ গোস্বামী । তাঁর কথায়, ‘মঙ্গলকোটে আমাদের সংগঠন আগের থেকে অনেক মজবুত । তবে এটা ঠিক যে,ডাবলু আনসারি আসার ফলে আমারা আরও শক্তিশালী হব । আমার লাভ হবে,লোকসান কিছু হবে না ।’ সেই সঙ্গে ডাবলু আনসারিকে নিয়ে অনুব্রত মন্ডলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল পার্টি ডাবলু আনসারি নিয়ে প্রচার করছে সে খারাপ লোক,খুন-সন্ত্রাসে মদত দিয়েছিল । কিন্তু তিনি সেই সময় যে রাজনৈতিক দলে সদস্য ছিলেন, সেই দলের এজেন্ডাই ছিল খুন করে,সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতা দখল করা । ডাবলু আনসারির উপর দলের প্রভাব থাকায় তাঁকে পার্টি লাইন মানতে হয়েছে ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘কিন্তু বিজেপি খুন করে সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় আসাতে চায় না । বিজেপি সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে বিশ্বাসী । সেই মন্ত্রে উদ্বুধ হয়েই বিজেপিতে যোগদান করেছেন ডাবলু আনসারির মত বরিষ্ঠ বাম নেতা ।’।