যদি ভুল করি প্রিয়
কান্না জমা মুখ তোমার আমি
আগলে রেখে দেবো ।
দুঃখ পেওনা প্রিয়
তোমার এক জন্মের প্রিয়তমা এই দুঃখ পুষেই শোকের জন্ম দিয়েছিল।
বিচ্ছেদ হয়েছিল পাহাড় সমান এই দুঃখ পুষেই।
আবার সেই কথা দিলাম দুঃখ পেওনা।
হয়তো অভিমান থাকলেও শান্তি…
কেননা অভিমান ঘোর রাত্রে অশ্রুসিক্ত হয়ে ঝরে পড়ে।
তবে দুঃখ জমলে ঘোচেনা তো আর যাই হোক।
তাই দুঃখ জমিও না। বরং কথা বলো, কথাদের জন্ম দাও।
কথাদের বাবা হও।
কথার স্রোতে ফিরে পাওয়া যায় প্রাণবন্ত সম্পর্কের মায়াজাল।
তবে কথা ফুরালে নতুন করে কিছু খুঁজে নেবো আমি,
তোমাকে ভাবতে হবেনা ।
কথা দিলাম তোমার জন্যই থেকে যাবো।
কথা দিলাম তোমার পাশেই আমাকে পাবে
যেমন ভাবে চিরহরিৎ পর্ণমোচি ছোটবেলার ভূগোল বইয়ে পাশাপাশি থাকতো…
অথবা পরিবহন,পরিচলন কিংবা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ধরন ।
ঠিক সমভাবেই…
বাড়িয়ে দাও তোমার হাত
আমি তোমার আঙুল ধরে হাঁটতে চাই।
বাড়িয়ে দাও তোমার সাথ
আমি তোমার পাশেই বসতে চাই ।
বাড়িয়ে দাও তোমার হাত…
তোমার হাত ধরেই আমি আগামী দেখতে চাই।
সিঁথির সিঁদুর মাখিয়ে রঙিন সবাই করে;
তবে মনের আঙিনা রাঙাতে তুমিই একমাত্র পারবে।
সেটা কথার সার্শী টেনেই হোক অথবা অভিমানের পাহাড় চূড়া সাজিয়ে!
শুধু থেকে যেও প্রিয়।
থেকে যেও।
এই চরম দুর্দিনে শুধু থেকে যেও।
এই মোর অনুরোধ প্রিয় ।।