‘
এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ ফেব্রুয়ারী : আজ মঙ্গলবার অভিনব এক মেলা প্রত্যক্ষ করল কলকাতাবাসী । মেলার নাম ‘বেকার মেলা’ । উদ্যোক্তা ২০২২ এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সদ্য বইমেলা শেষ হয়েছে । আর সেই মেলা প্রাঙ্গনের অনতিদূরে বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে বসানো হয়েছিল এই অভিনব মেলা । হাইকোর্টের অনুমতি নিয়ে আজ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫:০০ টা অবধি মেলা চলে । চা,চপ,ঝাল মুড়ি, ঘুগনি মুড়ি,পাঁপড়, ছোলা-মুড়ি বিক্রি করেন চাকরি প্রার্থীরা । উল্লেখ্য, এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকারদের স্বাবলম্বী হতে চাপাড়ার মোড়ে মোড়ে মোড়ে -বিস্কুট বিক্রি ও তেলেভাজার দোকান করার পরামর্শ দিয়েছিলেন । আর আজ কলকাতায় ‘বেকার মেলা’য় মুখ্যমন্ত্রীর পরামর্শ মোতাবেক ওই সমস্ত সামগ্রী বিক্রি করে নিজেদের উপর হওয়া ‘বঞ্চনা’র প্রতীকী প্রতিবাদ জানান প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা । পাশাপাশি তারা অবস্থান মঞ্চ থেকে অবিলম্বে প্রাথমিকে বিদ্যালয়ে ৫০ হাজার শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিও জানান । ‘বেকার মেলা’র ভিডিও দেখুন 👇
একজন আন্দোলনকারী বলেন, ২০২২ সাল থেকে সাত বছর আমরা বসে রয়েছি । প্রাথমিকের শূন্য পদে নিয়োগের জন্য আমরা এসেছি । আজ আমাদের এই বেকার মেলার আয়োজন করতে হতো না যদি আমাদের ইন্টারভিউয়ের নোটিশটা আসতো । আমাদেরকে আজ মুড়ি, চপ এসব নিয়ে রাস্তায় বসতে হচ্ছে । কিন্তু আমাদের এসব করার কথা নয় ।’ চাকরি প্রার্থীরা স্লোগান তোলেন, ‘হায় হায় সরকার / লজ্জা লাগা দরকার’ ; ‘শূন্য পদ দিচ্ছে না,শিক্ষামন্ত্রী দেখা নাই, তাই সংগ্রাম চলছে চলবে’ ; ‘বছরে দুবার নিয়োগ নাই,সভাপতির দেখা নাই তাই সংগ্রাম চলছে চলবে’ প্রভৃতি ।।