এইদিন ওয়েবডেস্ক,পাটনা(বিহার),২৭ জুলাই : জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের তৎকালীন ওএসডি ভোলা যাদবকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) । জানা গেছে,এই মামলাটি ২০০৪-২০০৯ সালের রেলওয়ে নিয়োগ কেলেঙ্কারির সাথে সম্পর্কিত। লালু যাদব যখন রেলমন্ত্রী ছিলেন । টাকা নিয়ে চাকরিতে ঢোকানোর ঝুঁকি থাকায় তখন চাকরির বদলে জমি নেওয়া হয়েছিল বলে অভিযোগ । আর এই বেআইনি কাজ চালানোর দায়িত্ব ছিল লালুর তৎকালীন ওএসডি ভোলা যাদবের উপর । এই মামলায় সিবিআই বিহারে পাটনা ও দারভাঙ্গার চারটি জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে ।
প্রসঙ্গত, লালু যাদবের খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত ভোলা যাদব । ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে তিনি বাহাদুরপুর আসন থেকে আরজেডির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন । তবে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে হায়াঘাট আসন থেকে হেরে যান ভোলা । তাকে লালুর “হনুমান” বলা হয় এবং তেজস্বীর খুব কাছের বলেও মনে করা হয় । লালুর অসুস্থতা থেকে শুরু করে জেল-আদালত সবখানেই তিনি ছায়ার মতো তার সঙ্গে থাকেন। সম্প্রতি হাসপাতাল থেকে দিল্লি এইমস পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন ভোলা যাদব ।।