এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ মে : জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ সম্পর্কিত একটি মামলায় জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (JKLF)-এর প্রধান ইয়াসিন মালিককে দোষী সব্যস্ত করল দিল্লির আদালত । এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ মে ৷ ওই দিন ইয়াসিন মালিকের সাজা ঘোষণা করবেন বিশেষ এনআইএর বিচারক প্রবীণ সিং ।
নব্বইয়ের দশকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের আরেক নাম ছিল ইয়াসিন মালিক । তার বিরুদ্ধে ৪ জন বায়ূসেনার অফিসারকে হত্যার অভিযোগ রয়েছে । এছাড়া তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মহম্মদ সাঈদের মেয়ে রুবিয়াকে অপহরণের পর সরকারকে ব্লাকমেল করে ৫ জন কুখ্যাত সন্ত্রাসবাদীকে জেল থেকে মুক্ত করার মত গুরুতর অভিযোগ রয়েছে ইয়াসিন মালিককের বিরুদ্ধে । সন্ত্রাস আইন, সন্ত্রাসবাদী কার্যকালাপে অর্থায়ন, ষড়যন্ত্র এবং সন্ত্রাসবাদী দলে যুক্ত থাকাসহ একাধিক ধারায় মামলা রয়েছে । এছাড়াও ইয়াসিনের বিরুদ্ধে ইউএপিএ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে এনআইএ ।
জানা গেছে,ইয়াসিন মালিক ছাড়াও অভিযুক্তের তালিকায় নাম রয়েছে ফারুক আহমেদ দার ওরফে বিট্টা কারাতে, শাব্বির শাহ, মাসারত আলম, মোহাম্মদ ইউসুফ শাহ, আফতাব আহমেদ শাহ, আলতাফ আহমেদ শাহ, নাঈম খান, মোহাম্মদ আকবর খান্দে, রাজা মেহরাজউদ্দিন কালওয়াল, বশির আহমেদ । জহুর আহমেদ শাহ ওয়াতালি, শাবির আহমেদ শাহ, আবদুল রশিদ শেখ এবং নবাল কিশোর কাপুর। এগুলি ছাড়াও লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সইদ এবং হিজবুল মুজাহিদিনের সৈয়দ সালাউদ্দিনের বিরুদ্ধেও আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। হাফিজ সাইদ ও সৈয়দ সালাহউদ্দিন বর্তমানে পাকিস্তানে রয়েছেন ।।