এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,০৪ অক্টোবর : নিজের ঘরের মধ্যেই নৃসংশভাবে খুন হলেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি (কারাগার) হেমন্ত লোহিয়া (৫২) । পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, লোহিয়াকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় । পরে সসের ভাঙা বোতল দিয়ে গলা কেটে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল । পুলিশের সন্দেহ হেমন্ত লোহিয়ার খুনি আর কেউ নয়,বরঞ্চ তার গৃহকর্মী ৫৭ বছর বয়সী জাসিরই তাঁকে এমন নির্মমভাবে খুন করেছে । তবে ঘটনার পর থেকেই পলাতক সে । পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেছেন, ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক । পলাতক জাসিরের সন্ধানে তল্লাশি অভিযান চলছে । সন্দেহভাজন গৃহকর্মী লোহিয়ার দেহে আগুন দেওয়ার চেষ্টাও করেছিল ।
জানা গেছে,১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন হেমন্ত লোহিয়া । অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীর কারাগারের ডিজিপি হিসাবে পদোন্নতি হয়েছিলেন । শহরের উপকণ্ঠে উদাইওয়ালা বাসভবনে তিনি থাকতেন । পুলিশের অতিরিক্ত ডিজিপি (জম্মু অঞ্চল) মুকেশ সিং বলেছেন, লোহিয়ার নিরাপত্তা কর্মীরা লোহিয়ার ঘরে আগুন দেখতে পান । তাঁরা সেখানে গিয়ে দেখেন দরজাটি ভেতর থেকে বন্ধ । তারপর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে হেমন্ত লোহিয়ার গলা কাটা এবং শরীরের উপর পোড়া দাগ সহ মৃত অবস্থায় দেখতে পায় ।’ তিনি বলেন,’হত্যাকারী প্রথমে লোহিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তারপর তার গলা কাটার জন্য কেচাপের একটি ভাঙা বোতল ব্যবহার করে এবং পরে দেহে আগুন দেওয়ার চেষ্টা করে বলে মনে করা হচ্ছে ।’ ফরেনসিক দল ও পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত করছে বলে তিনি জানান ।।