এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),১১ আগস্ট : অসুস্থ দলীয় নেত্রীর খোঁজখবর নিতে গিয়ে শাসকদলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । বিক্ষোভের পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারির উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগালিও করা হয় বলে অভিযোগ । এমনকি অসুস্থ বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়াও অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । বুধবার পান্ডবেশ্বর থানার খোট্টাডিহি কোলিয়ারির সুকবাজার এলাকার এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশের সামনেই তৃণমূল কর্মীদের সামনে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন জিতেন্দ্রবাবু । তিনি জানান এনিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন ।
জানা গেছে,খোট্টাডিহি কোলিয়ারির সুকবাজারের বাসিন্দা স্থানীয় বিজেপি নেত্রী সোনালী গিরির বাড়িতে গিয়েই এদিন বিক্ষোভের মুখে পড়েন জিতেন্দ্র তিওয়ারি । তিনি বলেন, ‘সম্প্রতি সোনালী গিরির টিউমার অপারেশন হয়েছে । উনি অসুস্থ । তাই এদিন আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম খোঁজখবর নেওয়ার জন্য । আমরা যে এখানে আসবো একদিন আগে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম । তা সত্ত্বেও পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের লোকজনের হাতে হেনস্থার শিকার হতে হল ।’ পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘ভয় দেখিয়ে আমাকে আটকানো যাবে না । আমি যখন খুশি আমার দলের কর্মীদের সাথে দেখা করতে পারি ।’
অন্যদিকে এদিনের ঘটনা প্রসঙ্গে বর্তমান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,’এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই । সোনালি গিরি নামে ওই বিজেপি একসময় চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছে টাকা নিয়েছিলেন । আজ এলাকার মানুষজন তার বাড়িতে গিয়েছিলেন । সেই সময় প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ঘটনাস্থলে পৌঁছালে তাঁকেও মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় । এর সাথে তৃণমূলের কোনো যোগা নেই ।’।