এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৩ এপ্রিল : বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রয়াত সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনি নন্দীকে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে ইসলামী জিহাদীরা । ফাল্গুনি নন্দী নিজেই সেই হুমকির বিষয়টি প্রকাশ্যে এনেছেন । বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে হিন্দুদের একটা বিক্ষোভ সমাবেশ । সংখ্যালঘু হিন্দুদের খুন, ধর্ষণ, অপহরণ, জোর করে ধর্মান্তরিত, ভাঙচুর, লুটপাট, মন্দিরে হামলা ও দেবদেবীর প্রতিমা অপবিত্র করার প্রতিবাদে ও হিন্দুদের নিরাপত্তার দাবিতে এই সমাবেশ করা হয় । তাতে উপস্থিত ছিলেন ফাল্গুনি নন্দী । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাকে দেশ ছেড়ে পালানোর হুমকি দেওয়ার কথা তিনি প্রকাশ্যে নিয়ে আসেন ।
ফাল্গুনি নন্দী বলেন,’আমরা বাংলাদেশের নাগরিক। আমরা তো ভারতের নাগরিক না। তাহলে কেন আমাদের ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে? দেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে! নতুন স্বাধীন হওয়া দেশে আমাদের নিরাপত্তা কোথায়?’ তিনি বলেন,’আমরা নিরাপত্তা চাই৷ আমরা ভারতে যাওয়ার জন্য এদেশে জন্মগ্রহণ করি নাই৷ আমাদের কথায় কথায় আওয়ামী লীগের এজেন্ট বলা হয়, ভারতের দালাল বলা হয় । বলা হয় আমরা এ দেশে কেন ? আমরা তো ভারতের নাগরিক নই । আমি ব্যক্তিগতভাবে একজন শিল্পীর মেয়ে, সুবীর নন্দীর মেয়ে । আমাকে হুমকি দেওয়া হয় দেশ ছেড়ে ভারত যাওয়ার জন্য । কেন ? এর জবাব চাই৷ বর্তমান সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে । যেভাবেই হোক এই অবস্থা বন্ধ করতে হবে৷ আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই যাতে সবাই একসাথে থাকতে পারি৷’
ফাল্গুনি নন্দীর পাশে থাকা এক হিন্দু মহিলা বলেন, ‘দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে ! তারপরেও আমরা কেন নির্যাতনের শিকার হব ? বাংলাদেশ যদি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে থাকে তাহলে আমাদের উপর এত হামলা কেন ?’
ফাল্গুনি নন্দী বলেন,’আমরা কখনো বৈষম্য করি না । একটা ছাত্র যখন মারা যায় আমরা মনে করি এদেশের মানুষ । পুলিশ যখন মারা যায় তখন মনে করে এদেশের মানুষ । ছাত্র তো ছাত্রই, ধর্মের ভিত্তিতে ভাগ হবে কেন ? আমাদের কেন বলা হয় ভারতে চলে যাওয়ার জন্য ? আমি যদি জাতীয় ব্যক্তিত্বের মেয়ে হয়ে এই হুমকি পাই তাহলে সাধারণ মানুষ কি করে থাকবে ?’ তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের সঙ্গে জড়িত কারণ আমাকে সম্মান দিয়ে পদ দেওয়া হয়েছে । আমি একজন ব্যক্তিত্বের মেয়ে বলে । আমি ধর্মভিত্তিক রাজনীতি করি । আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেত্রী । আমি এখানে কাজ করি । তাহলে বিএনপির সাথে তো অনেকেই জড়িত, এটাতো গোটা বিশ্বে প্রচলিত । আপনারা ভারতের সংসদে দেখেন না ?’ তিনি স্পষ্ট ভাষায় বলেন,’খুব সমস্যা হচ্ছে । আমাকে ভারতে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে । আর কিছু বলতে চাই না । খুব মন খারাপ আমাদের । এই পরিবেশে আসতে ইচ্ছে করে না ।’।
Jihadists threaten daughter of famous Bangladeshi musician to leave country for India