এইদিন ওয়েবডেস্ক,মানিকগঞ্জ,৩১ জুলাই : আজ বৃহস্পতিবার রাতে পরপর দুই হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দিল জিহাদিরা । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর হালদারপাড়া উত্তরপাড়ায় । নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে গেছে দুই বাড়ির যাবতীয় সামগ্রী । ক্ষতিগ্রস্ত দুই হিন্দু পরিমল হালদার ও বলাই হালদার এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে কাটাতে বাধ্য হচ্ছেন । তবে আগুন লাগানোর কারন এখনো স্পষ্ট নয় ।
জানা গেছে,আজ রাতে প্রথমে পরিমল হালদারের বাড়িতে আগুন ধরায় জিহাদিরা । পরিবারের লোকজন কোনো রকমে বাইরে বেরিয়ে এসে প্রাণ বাঁচালে টাকাপয়সা, গহনা,আসবাব,পোশাক,বাসনপত্র যাবতীয় সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায় । পরিবারের লোকজন ও প্রতিবেশীরা যখন আগুন নেভাতে ব্যস্ত ঠিক তার ঘন্টা দুয়েক পরে পার্শ্ববর্তী বলাই হালদারের বাড়ি দাউদাউ করে জ্বলে ওঠে । ফলে হতচকিত হয়ে যান স্থানীয় হিন্দুরা । আর তাদের চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় কয়েক লাখবম টাকার সামগ্রী । জানা গেছে,কয়েকদিন আগে একই এলাকার নিরোধ হালদারের বাড়ির মন্দিরের প্রতিমার গহনা চু’রি হয়ে যায় । আজকে পরপর দুই বাড়িতে অগ্নিসংযোগের পর হিন্দুদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।।