এইদিন ওয়েবডেস্ক,বগুড়া,২৪ ফেব্রুয়ারী : বাংলাদেশকে হিন্দু শূণ্য করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেদেশের জিহাদিরা । অল্প বয়সী হিন্দু মেয়েদের অপহরণের পর ধর্মান্তরিত করা,ধর্ষণ, খুন,মন্দির ও প্রতিমা ভাঙচুর,সম্পত্তি জবরদখল করার ঘটনা লেগেই আছে বাংলাদেশে । হিন্দুদের অতিষ্ঠ করে দেশ ছাড়া করতে নিত্যনতুন ফন্দি বের করছে জিহাদিরা । এবারে একের পর এক হিন্দু কৃষকের খড়ের পালুইয়ে আগুন লাগানোর ঘটনা ঘটছে । বাংলাদেশের বগুড়া-আদমদীঘি উপজেলা সদরের পালপাড়া গ্রামে বিগত ১১ দিনের ব্যবধানে ৭ জন হিন্দু কৃষক মিলে ৬০ বিঘা জমির ৯ টি খড়ের পালুইয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । সব মিলে লাখ তিনেক টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে ওই কৃষকদের । শুধু তাইই নয়,সারা বছর গরু মোষের খাবার কিভাবে জোটাবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন সাত হিন্দু কৃষক ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,প্রথম অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে গত ১০ ফেব্রুয়ারী । পালপাড়া গ্রামের কৃষক শ্যামল দাসের ১৪ বিঘা জমির ২ টি পালুইয়ে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয় । পরের দিন একই গ্রামের আনন্দ পালের ১২ বিঘা জমির খড়ের পালুই ভস্মীভূত হয়ে যায় । এর দু’দিন পর রনজিৎ পালের ৫বিঘা জমির খড়ের পালুই, পরের দিন রাতে নিতিশ পালের ৪ বিঘা জমির খড়ের পালুই, পরের রাতে বিধান মন্ডলের ৩ বিঘা জমির খড়ের পালুই, তার পরের রাতে নুমু মন্ডলের ১০ বিঘা জমির খড়ের পালুই, সর্বশেষ গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ২০২৩) রাতে প্রভাস দাসের ১০ বিঘা জমির খড়ের পালুইয়ে আগুন লাগিয়ে দেয় জিহাদিরা । এদিকে হিন্দু এলাকায় প্রতি রাতেই খড়ের পালুইয়ে আগুন লাগানোর ঘটনায় ব্যপক আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা ।
স্থানীয় থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানিয়েছেন, ওই এলাকায় গ্রামের লোকজনদের দিয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হচ্ছে । পাশাপাশি রাতে পুলিশী টহলও চলবে ।।
তথ্যসূত্র ও ছবি : সোজাসাপটা নিউজ ২