এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ অক্টোবর : মহাষ্টমী-মহানবমীর দিনেও জিহাদি হামলা থেকে রক্ষা পেল না বাংলাদেশের দুর্গাপূজা মণ্ডপ । বাংলাদেশের রাজধানী শহর ঢাকার তাঁতি বাজার পুজা মন্ডপে কয়েকজন স্থানীয় জিহাদি পেট্রোল বোমা চালিয়েছে বলে জানিয়েছে প্রখ্যাত ব্লিটজ সাপ্তাহিত পত্রিকার সাংবাদিক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী । তিনি জানান,আজ শুক্রবার রাত সাড়ে ৮ টা নাগাদ হামলা হয় । ঢাকার তাতিবাজার এলাকা থেকে দুই ইসলামপন্থীকে পুলিশ আটক করেছে পুলিশ । ঢাকার লালবাগ জোনের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম বলেছেন, ‘গ্রেফতারকৃত দুর্বৃত্তরা “রাস্তার ছিনতাইকারী”।’ তিনি আরও বলেন, বোমা বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। ধৃত দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেসবুক পেজে লিখেছে, তাঁতি বাজার পুজা মন্ডপে কয়েকজন দুবৃর্ত্ত ঢুকে পেট্রোল বোমা হামলা চালায় । মা দুর্গার আশির্বাদে পেট্রোল বোমা বিস্ফোরণ হয়নি, সেই পূজা মন্ডপের সেচ্ছাসেবরা দুর্বৃত্তদের ধরতে গেলে সেচ্ছাসেবদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় ।
চারজন স্বেচ্ছা সেবক গুরুত্বর আহত হয় । তারা হলেন, সাগর,ঝন্টু, দিপ্ত ও খোকন । তাদের বাঁচাতে রক্তের প্রয়োজন তাদের রক্তের গ্রুপ বি পজেটিভ ও বি নেগেটিভ ।’।