এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৫ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ঈদ-ই-মিলাদ উপলক্ষে ব্যাপক হট্টগোল হয়। হযরতবাল দরগা সংস্কারের পর স্থাপিত একটি ফলকে অশোক চক্রের প্রতীক “হারাম” আখ্যা দিয়ে ভেঙে ফেলে ইসলামিক মৌলবাদীদের একটি দল। ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক তানভীর সাদিক ইসলামিক মৌলবাদীদের সমর্থন করে বলেন যে আমি ধর্মীয় পণ্ডিত নই, কিন্তু ইসলামে মূর্তি পূজা নিষিদ্ধ।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এতে মৌলবাদীদের পাথর দিয়ে আঘাত করে অশোক চক্রের প্রতীক ভেঙে ফেলতে দেখা যাচ্ছে। এই ফলকটি দুই দিন আগে ওয়াকফ বোর্ডের সভাপতি ডঃ দারক্ষন আন্দ্রাবি স্থাপন করেছিলেন। ঘটনার পর, দারক্ষন আন্দ্রাবি বলেন যে, সন্ত্রাসবাদীরা বাইরে থেকে কেউ আসে না, জম্বু কাশ্মীরের ভিতরেই আছে । যারা অশোক চক্রের প্রতীক ভেঙেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে ব্যবস্থা নিক কেন্দ্র সরকার ।’ তিনি এটিকে একটি বড় অপরাধ বলে অভিহিত করেছেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন কাশ্মীরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টা চলছে।।
https://twitter.com/PadmajaJoshi/status/1963963157736571350?t=u8wUDnqJPRzPO_52vfzcyA&s=19