এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ মে : বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলা গাও ইউনিয়ন এর পান্নাকান্দি চা বাগানের কালি মন্দিরের কালীজ প্রতিমা ভাঙচুর করেছে জিহাদিরা । মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখে দেবী কালী ও ভগবান শিবের মাথা ও হাত ভেঙে ফেলা হয়েছে । যদিও আজ বুধবার পর্যন্ত জিহাদিদের ধরতে স্থানীয় থানার পুলিশের তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি ।
স্থানীয় বাসিন্দা রাজীব কৈরি বলেন,আমরা মঙ্গলবার সকালে মন্দিরে প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ছুটে আসি। মনে করা হচ্ছে সোমবার মধ্যরাতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে ।আমরা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশাবাদী প্রশাসন অতি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে ।।

