এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৮ মার্চ : বাংলাদেশে ফের একের পর এক মন্দিরে হামলার ঘটনা ঘটেছে । রাতের অন্ধকারে মন্দিরে চড়াও হয়ে দেবদেবীর প্রতিমা ভাঙচুর চালিয়েছে জিহাদিরা । তার মধ্যে একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার অন্তর্গত ধর্মপুর গ্রামের মা গঙ্গা দেবী মন্দিরে । আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের গরিনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারের দেবী কালীর মন্দিরে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ধর্মপুর গ্রামের মা গঙ্গা দেবী মন্দিরটি খুবই প্রাচীন । সোমবার(৬ মার্চ ২০২৩) সকালে গ্রামের হিন্দু বাসিন্দাদের নজরে পড়ে দেবী মন্দিরের দরজা ভাঙ্গা । তারপর তারা মন্দিরের ভিতরে ঢুকতেই দেখতে পায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে দেবী প্রতিমায় । দেবী মুর্তির শিরোচ্ছেদ করে পালিয়েছে দুষ্কৃতীরা । এদিকে ঘটনার কথা চাওড় হতেই হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ । যদিও এই ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি ।
অন্যদিকে পঞ্চগড়ের গরিনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারের দেবী কালী মন্দিরে একই ঘটনা ঘটেছে । বলা হচ্ছে,সবে বরাতের রাতে দুষ্কৃতীরা মন্দিরে চড়াও হয়ে দেবী কালী প্রতিমার শিরোচ্ছেদ করে পালিয়ে যায় । উল্লেখ্য,দিন কয়েক আগে পঞ্চগড়েও আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল স্থানীয় সুন্নি মুসলিমরা । তুলনামূলকভাবে দূর্বল আহমদিয়াদের ধর্মীয় জলসাকে গায়ের জোরে বন্ধ করে দেয় সুন্নি সম্প্রদায়ের কট্টরপন্থীদের দল ।।