এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৫ অক্টোবর : ভারতীয় মুসলিমদের একাংশের মধ্যে ধর্মীয় উগ্রতা যে কি পরিমান বেড়েছে তার প্রমান মিললো উত্তরপ্রদেশের বস্তি জেলার পরশুরামপুর থানার অন্তর্গত চৌরি বাজারের একটা ঘটনায় । সংবাদ মাধ্যম পাঞ্চজন্যের প্রতিবেদনে জানা গেছে, মহাষ্টমীর দিন নবরাত্রি উপলক্ষে মাতা জাগরণ অনুষ্ঠান চলছিল ।মঞ্চে ধর্মীয় গান পরিবেশন করছিলেন শিল্পীরা । সেই সময় একজন বোরখা পরিহিত মহিলা ও কয়েকজন মুসলিম পুরুষ সেখানে উপস্থিত হয় । মহিলা আচমকা মঞ্চে উপস্থিত হয়ে গায়কের কাছ থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ও ‘ইসলাম জিন্দাবাদ’ শ্লোগান দিতে শুরু করলে মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে ।
যদিও এই প্রকার সাম্প্রদায়িক ও দেশ বিরোধী কর্মকাণ্ড দেখে একজন হিন্দু দৌড়ে মঞ্চে এসে ওই মুসলিম মহিলার কাছ থেকে মাইক ছিনিয়ে নেয় । উসকানিমূলক কথা বলা সত্ত্বেও উলটে ওই মুসলিম মহিলা তর্কাতর্কি শুরু করে দেয় । তবে পরিস্থিতির অবনতি হওয়ার আগেই আরেক মধ্যবয়সী ব্যক্তি মঞ্চে এসে ওই হিন্দু যুবককে মঞ্চ থেকে সরিয়ে দেয়। এরপর সে মুসলিম মেয়েকে মঞ্চ থেকে নামিয়ে দেয় । অনুষ্ঠানের আয়োজকদের অভিযোগ,ওই মুসলিম মহিলার এই প্রকার সাম্প্রদায়িক ও দেশ বিরোধী কর্মকাণ্ডের সময় তার সঙ্গে আসা বাকি মুসলিম পুরুষরা একটু দূরে দাঁড়িয়ে পরিস্থিতির উপর নজর রাখছিল । পাশাপাশি পুলিশকে ফোন করা হলেও ঘটনার সময় পুলিশ আসেনি বলে অভিযোগ ।
ঘটনার প্রতিবাদে পরের দিন মাসকানওয়া সিকান্দারপুর সড়ক অবরোধ করে ওই মুসলিম মহিলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলে । শেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে । যদিও এদিন পর্যন্ত ওই মুসলিম মহিলার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি ।।