এইদিন ওয়েবডেস্ক,কেরালা,১২ মে : কেরালার কোচি নৌঘাঁটিতে মুজির রহমান নামে এক ব্যক্তি আইএনএস বিক্রান্ত সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল । সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় । নৌবাহিনী মুজিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর পর পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার (০৯ মে ২০২৫) সকাল ৯.১৫ মিনিটে মুজিব কোচিতে নৌ কমান্ড সদর দপ্তরে ফোন করে । সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ‘রাঘবন’ নামে একজন ব্যক্তি হিসেবে পরিচয় দেয় । সে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তের অবস্থান সম্পর্কে জানতে চায় ।
এরপর মুজিবুর আরও তথ্য সংগ্রহের চেষ্টা করে, যা নৌ কর্মকর্তাদের সন্দেহের উদ্রেক করে। ফোনটি সংযোগ বিচ্ছিন্ন করে নৌবাহিনী পুলিশকে বিষয়টি জানায়। হারবার পুলিশ তাৎক্ষণিকভাবে মুজিবের বিরুদ্ধে বিএনএসের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা দায়ের করে। রবিবার রাতে (১১ মে, ২০২৫), মুজিবকে কোঝিকোড়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কোচির পুলিশ কমিশনার পুট্টা বিমলাদিত্য সংবাদমাধ্যমকে বলেছেন যে মুজিব একজন মানসিক রোগী। ২০২১ সাল থেকে সে চিকিৎসাধীন। কিন্তু একজন মানসিক রোগীর পক্ষে কি ভারত-পাকিস্তান যুদ্ধের খুটিনাটি বিষয় নিয়ে আগ্রহ থাকা সম্ভব ? কারন আইএনএস বিক্রান্ত যুদ্ধ জাহাজই পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর ধ্বংস করে দিয়েছে । তাই এতে স্পষ্ট যে মুজিব রেহমান একজন পাকিস্তান সমর্থক এবং করাচি সমুদ্র বন্দর ধ্বংস করায় সে উদ্বিগ্ন ছিল বলে মনে করা হচ্ছে । পুলিশ কমিশনার জানান, বিষয়টির তদন্ত চলছে।।

