এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৯ জুলাই : নূপুর শর্মার কথিত ধর্মনিন্দার অজুহাতে ভারতীয় ওয়েবসাইটে হামলা চালালো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জিহাদি হ্যাকার গ্রুপ । আহমেদাবাদ পুলিশের অপরাধদমন শাখা জানিয়েছে,অন্ধ্রপ্রদেশ পুলিশ ও আসামের একটি নিউজ চ্যানেলসহ দুই হাজারেরও বেশি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। হামলা চালিয়েছে হ্যাকার গ্রুপ ‘ড্রাগন ফোর্স মালয়েশিয়া’ এবং ‘হ্যাকটিভিস্ট ইন্দোনেশিয়া’ । ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে,তারা নিজেরা হামলা চালানোর পাশাপাশি বিশ্বের অন্য মুসলিম হ্যাকারদেরও ভারতে সাইবার হামলা চালানোর আহ্বানও জানিয়েছে ।
পুলিশ সুত্রে খবর,আসামের নিউজ চ্যানেলটি যখন হ্যাকারদের কবলে পড়ে, ওই সময় তাতে লাইভ সম্প্রচার চলছিল। হঠাৎ দেখা যায় পুরো স্ক্রিন অন্ধকার হয়ে গেছে এবং তাতে পাকিস্তানের পতাকা উড়ছে । নিচে স্ক্রলের জায়গায় ইংরেজিতে লেখা ‘রেসপেক্ট দ্য হলি প্রফেট হযরত মুহাম্মদ (সা.)’ । একেবারে নিচে টিকারে ‘হ্যাকড বাই টিম রেভ্যুলুশন পিকে’ লেখা দেখা যায় ।
পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধীরা বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার ব্যক্তিগত বিবরণ, ঠিকানাসহ সব কিছু অনলাইনে ছড়িয়ে দিয়েছে। এমনকি নূপুরের অনেক সমর্থকদের আধার কার্ড এবং প্যান কার্ডের বিবরণও অনলাইনে ফাঁস করে দেওয়া হয়েছে । পরিস্থিতি মোকাবেলায় আহমেদাবাদের সাইবার ক্রাইম ব্রাঞ্চ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সরকার এবং ইন্টারপোলকে এই দুই সাইবার গ্রুপের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির আহ্বান জানিয়েছে ।।