এইদিন ওয়েবডেস্ক,ফয়সালাবাদ,১৭ আগস্ট : ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে ফের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে । বুধবার পাকিস্থানের পাকিস্তানের ফয়সালাবাদ (Faisalabad) জেলার জরানওয়ালা (Jaranwala) শহরের খ্রিস্টান কলোনির ৪ টি চার্চ এবং ৩০ থেকে ৪০ টি বাড়ি ও দোকানে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে উগ্র ইসলামি ধর্মান্ধের দল । আতঙ্কে শত শত খ্রিস্টান ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে । হামলার সময় ঘটনাস্থলে পুলিশবাহিনী উপস্থিত থাকলেও তাদের নির্বাক দর্শকের ভূমিকায় থাকতে দেখা যায় বলে অভিযোগ ।
ঘটনার বিবরণে জানা গেছে,জরানওয়ালায় বসবাসকারী দুই খ্রিস্টান ব্যক্তির বিরুদ্ধে কোরান পোড়ানোর মিথ্যা অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনৈক এক মুসলিম ব্যক্তি । সেই পোস্ট দেখে বুধবার হাজার খানেক মুসলিম জনতা জরানওয়ালার খ্রিস্টান কলোনিতে হামলা চালায় । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হামলার ভিডিওতে দেখা গেছে যে মুসলিমরা একটা চার্চে ঢুকে ভিতরের সমস্ত সামগ্রী বাইরে ছুড়ে ফেলে দিচ্ছে । কয়েকজন মুসলিম যুবক চার্চের ছাদে উঠে ভেঙে দেয় খ্রিস্টানদের পবিত্র প্রতীক ক্রুশটিকে । তারপর তারা সমস্ত সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় । পাশাপাশি আশপাশের খ্রিস্টান ঘরবাড়িতে ঢুকে চলে দেদার লুটপাট ও অগ্নিসংযোগ । পুলিশের সামনে ইসলামি কট্টরপন্থীদের প্রকাশ্যে এই প্রকার অসামাজিক কাজকর্ম দেখে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় জরানওয়ালায় বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ।
এদিকে এই বর্বরোচিত ঘটনায় পাকিস্তানের মুসলিম সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরাই প্রতিবাদে সরব হচ্ছেন । জুনায়েদ কায়সার (Junaid Qaiser) নামে এক ব্যক্তি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘পাকিস্তানে ধর্মীয় অসহিষ্ণুতার আরেকটি ঘটনা, একটি চরমপন্থী জনতা আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং জরানওয়ালা জেলায় ফয়সালাবাদের গীর্জা ভাংচুর করেছে। তারা পবিত্র বাইবেল এবং অন্যান্য ধর্মীয় বই অপবিত্র করেছিল এবং খ্রিস্টানরা ভয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল ।’
তিনি আরও লিখেছেন,’তবে এই প্রথমবার নয় যে পাকিস্তানে ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে খ্রিস্টানদের ওপর চরমপন্থী জনতা হামলা করেছে৷ সাম্প্রতিক বছরগুলিতে, খ্রিস্টানদের বিরুদ্ধে জনতার সহিংসতার বেশ কয়েকটি হাই-প্রোফাইল ঘটনা ঘটেছে, প্রায়শই স্থানীয় প্রশাসনের নিরঙ্কুশ সমর্থনে ।এই সর্বশেষ ঘটনাটি পাকিস্তানে ধর্মনিন্দা আইনের অপব্যবহারের কারণে খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যে বিপদের সম্মুখীন হয়, এবং তাদের সুরক্ষার জন্য সরকারের আরও জোরালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়।
জরানওয়ালায় জনতার সহিংসতা পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের স্পষ্ট লঙ্ঘন। এটি দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও চরমপন্থার লক্ষণও বটে।’ অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি ।।