এইদিন ওয়েবডেস্ক,প্রয়ায়রাজ,২৫ নভেম্বর : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক বাস কন্ডাক্টরের উপর জিহাদি হামলার ঘটনা ঘটেছে । মহম্মদ লারেব হাসমি (Mohammad Lareb Hashmi) নামে এক বিটেক পড়ুয়া একটা চপার দিয়ে বাস কন্ডাক্টর হরিকেশ বিশ্বকর্মার (Harikesh Vishwakarma) শিরোচ্ছেদ করার চেষ্টা করে । হরিকেশের এক সহযোগী নন্দন যাদব ও বাসযাত্রীদের তৎপরতায় ওই বাসের কন্ডাক্টর বরাত জোরে প্রাণে বেঁচে যান । সেই সময় নন্দনও হাতে চোট পান। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জখম বাস কন্ডাক্টর ।
এদিকে নৃশংস হামলা চালানোর পর পালানোর সময় রাস্তাতে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় হামলাকারী । ভিডিওটি ভাইরাল হয়েছে । ভিডিওতে তাকে বলতে শোনা যায়,’সে মুসলমানদের গালি দিচ্ছিল…আমি তাকে মেরে ফেলেছি। সে বাঁচবে না, মরবে। লাব্বাক বা রাসূলুল্লাহ, যে হুজুরের বিরুদ্ধে কথা বলবে… আমরা তাকেই হত্যা করব। এই নিয়ম মোদী বা যোগীর নয়। হে মুসলমানগণ, প্রভুর জন্য তোমাদের জীবন উৎসর্গ কর… আমরা লাশ জমা করব ইনশাআল্লাহ… আল্লাহ হু আকবার… আল্লাহ হু আকবর ।’
জানা গেছে,মোহাম্মদ ইউনুস হাজীগঞ্জের ছেলে মহম্মদ লারেব হাসমির বাড়ি সোরাওনে । সে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বি.টেক প্রথম বর্ষের ছাত্র। তার বাবা তার গ্রামে একটি মুরগির খামার চালান । হামলার ঘটনার পর পুলিশ যখন লারেবকে গ্রেফতার করতে যায় তখন সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । এরপর পুলিশের পাল্টা গুলি চালালে একটা গুলি লারেবের পায়ে এসে বিদ্ধ হয় । বর্তমানে পুলিশ অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করেছে । ধৃতের সঙ্গে কোনো কোনো সন্ত্রাসবাদী সংগঠনের যোগসূত্র আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ ।।