সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১১ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমানের ভাতাড়ের ঝুজকাডাঙ্গা সম্প্রীতি সংঘের সরস্বতী পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে । হাতে গোনা কয়েকটা দিন পরেই সরস্বতী পূজা । তার জোর কদমে চলছে প্রস্তুতি । তাই দম ফেলার সময় নেই পুজোর মূল উদ্যোক্তা পেশায় শিক্ষিক মিসকিন মন্ডলের। তিনি জানান, ঝুজকাডাঙ্গা সম্প্রীতি সংঘের সরস্বতী পুজো এবার পঞ্চম বর্ষে পড়ল । নতুন থিমে ভাতাড়বাসীকে এবার চমক দিতে চলেছে ভাতাড়ের ঝুজকাডাঙ্গা সম্প্রীতি সংঘের সরস্বতী পুজো। সম্প্রীতি সংঘের এবারের পুজোর থিম রামায়ণ। ৩১ ফুট রাম-সীতার প্রতিমার নয়া চমক।
পুজোর প্রধান উদ্যোক্তা মুসলিম যুবক মিসকিন মন্ডল প্রতিবছরই নতুন নতুন থিমের সরস্বতী পুজো উপহার দেন এলাকাবাসীকে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনকে সামনে রেখেই এবারের সরস্বতী পুজোর থিম করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি । পূজোর প্রস্তুতি শেষের দিকে । বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অনান্য বছরের মত এবারেও পুজো উপলক্ষে বেশ কয়েকদিন মেলা ও বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । মূলত সম্প্রীতির বার্তা দিতেই সরস্বতী পূজোর সুচনা করেছিলেন মিসকিন মন্ডল ।।